Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিচারের আগেই আমাকে দোষী বানিয়ে দিলেন!’ অসহায় বিজয়রাজ


১৪ নভেম্বর ২০২০ ১৮:০৩

যৌন হেনস্তার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বলিউডের প্রথম সারির চরিত্রাভিনেতা বিজয় রাজ। শুটিংয়ের সেটে নারী ক্রু মেম্বারকে নিগ্রহ করার অভিযোগে মহারাষ্ট্রের গন্ডিয়ার একটি হোটেল থেকে এই অভিনেতাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। পরের দিনই জামিনে মুক্তি পেলেও এতদিন নীরবই ছিলেন অভিযুক্ত এই অভিনেতা। অবশেষে মুখ খুলেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিজয়। বললেন, ‘বিচারের আগেই আমাকে দোষী সাব্যস্ত করে দেওয়া হয়েছে।’ মহারাষ্ট্রের গোন্ডিয়ায় বিদ্যা বালনের ‘শেরনি’ নামের যে ছবির শুটিংয়ের সেটে এই অভিযোগ উঠেছে, সেই ছবি থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন তিনি। এমনকী, ছবির নির্মাতারা একটি অন্তর্বর্তী তদন্ত কমিটিও গঠন করেছেন বিষয়টি নিজেদের মতো খতিয়ে দেখার জন্য। সব মিলিয়ে গত কয়েক দিনে যেন বদলে গিয়েছে বিজয়ের জীবনটাই।

বিজ্ঞাপন

অসহায় ভঙ্গিতে বলিউড অভিনেতা জানাচ্ছেন, ‘অনেক পরিশ্রম করে আমি আমার কেরিয়ার তৈরি করেছি। কষ্ট করে নিজের বাড়ি করেছি। এত সহজে কারও কেরিয়ার নষ্ট করে দেওয়া যায়? কেউ অভিযোগ তুলল আর আপনারা ধরে নিলেন আমি অপরাধী? কাহিনির এক দিক শুনেই লোকজন সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। শেষ পর্যন্ত মামলার রায় যাই হোক, এতে একটা কালো দাগ তো পড়ে গেল। বিচারের আগেই দোষী সাব্যস্ত করে দেওয়া হল আমায়। আমার জীবনে এর ভয়ানক খারাপ প্রভাব পড়েছে। আমার বৃদ্ধ বাবা দিল্লিতে থাকেন। তাকে সমাজের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে। একই অবস্থা আমার ২১ বছরের মেয়েরও।’

ঠিক কী হয়েছিল সেদিন? বিজয়ের কথায়, ‘এই একই ক্রু-এর সঙ্গে আমি প্রায় বছরখানেক ধরে আছি। সেদিন সবাই মিলে ক্রিকেট খেলা হচ্ছিল। তাই সবাই একসঙ্গে ছিলাম। এরপর যখনই মেয়েটি বলে সে অস্বস্তি অনুভব করছে আমি ক্ষমা চেয়ে নিই। এবং সেটা সকলের সামনেই। আমার ক্ষমা চাওয়ার অর্থ হল, আমি কারও অনুভবকে শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু তার মানে এই নয়, পরে থানায় তোলা অভিযোগগুলো আমি মেনে নিয়েছি। ক্ষমা চাওয়া মানে দাঁড়ায় না আপনি ভুল।’

বিজ্ঞাপন

১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘ভোপাল এক্সপ্রেস’ ছবির মাধ্যমে বলিউডে বিজয় রাজের যাত্রা শুরু হয়। রামগোপাল ভার্মা পরিচালিত ‘জঙ্গল’ ছবির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান তিনি। তারপর একে বহু ছবিতে বলিষ্ঠ চরিত্রে অভিনয় করেছেন বিজয়। দুই দশক ধরে বলিউডের প্রথম সারির অভিনেতাদের পাশে নজর কেড়েছেন। সঞ্জয় লীলা বনশালির ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’তেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি।

আপাতত বিচারের অপেক্ষায় এই অভিনেতা। তবে তিনি জোড়ালো কন্ঠেই বললেন, ‘সত্যিটা ঠিকই সামনে আসবে। কিন্তু ক্ষতি যা হওয়ার তা হয়ে গিয়েছে।’

অভিনেতা বিজয়রাজ বলিউড অভিনেতা বলিউডে যৌন-নিগ্রহ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর