Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধারাবাহিকে না শামীম হাসানের


৯ নভেম্বর ২০২০ ২১:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোচিত অভিনেতা শামীম হাসান সরকার। একক নাটকের পাশাপাশি ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ ও ‘ফ্যামিলি ক্রাইসিস’ দিয়ে পেয়েছেন দর্শকপ্রিয়তা। কিন্তু তিনি আর নতুন কোন ধারাবাহিকে অভিনয় করবেন না বলে জানিয়েছেন।

কিন্তু কেন? কী এমন সমস্যা হয়েছে যে আপনি আর কোন ধারবাহিকে অভিনয় করবেন না? ‘ব্যাচেলর পয়েন্ট’র সিজন থ্রিতে থাকছেন না, এজন্য কি?

শামীম বলেন, ‘না তেমন না ব্যাপার না। আমি আর কোনো ধারাবাহিকে অভিনয় করবো না। এ নাটকগুলোতে অনেক সময় দিতে হয়। যার ফলে অনেক নির্মাতার কাজগুলো পছন্দ হলেও করতে পারি না। তাছাড়া ধারাবাহিক করতে গেলে একটি চরিত্রের মধ্যে আটকে থাকতে হয়। আমি বৈচিত্রময় কাজ করতে চাই। আশা করছি দর্শক বিষয়টি ইতিবাচকভাবে নেবেন।’

বিজ্ঞাপন

ধারাবাহিকে অভিনয় না করলেও এক ঘণ্টার নাটকে নিয়মিত থাকবেন তিনি। তিনি বলেন, দর্শক আমাকে চিনে ইউটিউব চ্যানেল ‘ম্যাঙ্গো পিপল’র স্কোয়াডন লিডার শামীম হিসেবে। ধারাবাহিকে সময় দেওয়ার কারণে ওখানেও সময় দেওয়া হচ্ছিলো না। তাই এখন ইউটিউবের জন্য কনটেন্ট তৈরি করবে একটু বেশি করে।

বিজ্ঞাপন

আরো