Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ইনিংসের ঘোষণা দিলেন শ্রাবন্তী


৮ নভেম্বর ২০২০ ১৭:৪১

শোনা যাচ্ছে তৃতীয় স্বামীর সঙ্গেও বিচ্ছেদের পথে হয়তো হাঁটতে পারেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর নিজের দাম্পত্য সম্পর্কের অবনতি নিয়ে ইতিমধ্যে মুখও খুলেছেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন। যদিও এ প্রসঙ্গে কোন মন্তব্যই করেননি অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে আর কোনও ছবি নেই তার।

এদিকে এমন এই পরিস্থিতিতেই শ্রাবন্তীর ছেলে ঝিনুক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে, যা বর্তমানে সুপার ভাইরাল। ওই পোস্টে উল্লেখ থাকা ‘চমক’ নিয়ে চলছে জোর আলোচনা। এরই মাঝে জীবনের নয়া ইনিংসের কথা ঘোষণা করলেন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় সে সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন। তাতে ‘ফিটনেস এম্পায়ার’ নামে একটি জিম খোলার কথা উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

পোস্ট করা ওই ভিডিওতে শ্রাবন্তীকে বলতে শোনা যাচ্ছে, ‘নিজেকে ফিট রাখার জন্য এবং পরিবারকে ফিট রাখার জন্য আমাদের নতুন জিম ফিটনেস এম্পায়ারে চলে আসুন। দেখা হচ্ছে ৮ তারিখ।’ অর্থাৎ ৮ নভেম্বর (রবিবার) এই নতুন জিমটির উদ্বোধন হচ্ছে বলেই মনে করা হচ্ছে। তবে জিমটি ঠিক কোথায় খোলা হচ্ছে, সেই বিষয়ে ভিডিওতে স্পষ্ট করেননি অভিনেত্রী। তবে যোগাযোগের জন্য একটি নম্বর ভিডিওতে দিয়েছেন তিনি।

নতুন এই জিম খোলা প্রসঙ্গে বলতে গিয়ে অনেকেই বলছেন, স্ত্রী শ্রাবন্তীর সঙ্গে জিম খোলার স্বপ্ন নাকি দেখেছিলেন রোশনও। তবে বর্তমানে স্বপ্ন সত্যি হচ্ছে ঠিকই। কিন্তু সেই পথচলায় ধারেকাছে নেই রোশন। সোশ্যাল মিডিয়ার পোস্টে অন্তত তাই মনে হচ্ছে। আবার কানাঘুষো চলছে, জিমের পরেই নাকি জীবনেও নতুন কোনও সিদ্ধান্ত নিতে পারেন শ্রাবন্তী। আপাতত সেদিকেই তাকিয়ে সকলে।

বিজ্ঞাপন

টলিউড ইন্ডাস্ট্রি শ্রাবন্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর