ষষ্ঠীর মোহনীয় সাজে স্বস্তিকা (ফটোস্টোরি)
২২ অক্টোবর ২০২০ ১৯:১৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২০ ১৯:৫৭
স্বস্তিকা মুখার্জী—‘কলকাতার জনপ্রিয় অভিনেত্রী। খোলামেলা অভিনয়ের জন্য বেশ আলোচিত। এ পূজাতে তার অভিনীত ওয়েব সিরিজ ‘চরিত্রহীন ৩’ মুক্তি পাচ্ছে হইচই অ্যাপে। মুক্তির আগ মুহুর্তে তিনি ফেসবুকে তার বেশ কিছু শেয়ার করেছেন।
আগের বছরগুলোতে পূজাতে স্বস্তিকা পুরো কলকাতা শহর ঘুরে বেড়ালেও এবার তিনি ঘরোয়া পরিবেশে আয়োজন সারছেন। বাঙ্গালী সাজে বেশ সুন্দরই লাগছিল।
ছবি শেয়ার করে ক্যাপশনে স্বস্তিকা লেখেন, ‘পাড়ায় ঢাক বাজছে। মাইকে নম মাধব শুনতে পেলাম। এই টুকু পেলেই তো হোলো। শুভ ষষ্ঠি।’
দুর্গাপূজার প্রত্যেকদিনই এক্কেবারে পূজার মেজাজে মেতে আছেন স্বস্তিকা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছাও জানাচ্ছেন।
গতবার ষষ্ঠীর দিন কলকাতার নলিন সরকার স্ট্রীটে গিয়েছিলেন তিনি। কিন্তু এবার তা হয়ে উঠেনি করোনার কারণে।
খোলামেলা পোশাকে অভ্যস্থ স্বস্তিকা শাড়িতেও কম যান না। এই ছবিই তার প্রমাণ।