Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবীন্দ্র সঙ্গীত শুনছেন সৌমিত্র


১৬ অক্টোবর ২০২০ ১৬:০৫

কলকাতার ‘ফেলুদা’খ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। তবে এখনও হাসপাতালে ভর্তি। ডাক্তাররা জানিয়েছেন তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। গত কয়েকদিন তন্দ্রাচ্ছন্ন থাকার পর কথা বলতে পারছেন তিনি। বিছানায় শুয়ে শুয়ে তিনি গান শুনছেন। গানের তালিকায় রয়েছে রবীন্দ্র সঙ্গীত এবং নিজের ছবির পছন্দের গান।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানাচ্ছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের রাতের ঘুম বেশ ভালো হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে নেওয়া হয়নি। বেলভিউ হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন তার গায়ে তেমন কোন জ্বর নেই।

বিজ্ঞাপন

৯ দিন যাবত কলকাতায় বেলভিউ হাসপাতালে ভর্তি সৌমিত্র। গত শুক্রবার (৯ অক্টোবর) থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বুধবার (১৪ অক্টোবর) থেকে তিনি সুস্থ হয়েছে উঠছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শুক্রবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে নতুন করে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে। তাকে দুইবার প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। এতে তিনি বেশ ভালো সাড়া দিয়েছেন। তবে এরপরও মাঝে মধ্যে অক্সিজেন সাপোর্ট লাগছে। শরীরের সকল অঙ্গ বেশ সচল রয়েছে।

রবীন্দ্র সঙ্গীত সৌমিত্র চট্টোপাধ্যায়

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর