Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত অর্চিতা স্পর্শিয়া


১৫ অক্টোবর ২০২০ ১৫:৩৮

অভিনয়শিল্পী তাহসান, তানজিন তিশা কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন। সে তালিকায় নতুন যুক্ত হয়েছেন অর্চিতা স্পর্শিয়া। তথ্যটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন।

মামুন সারাবাংলাকে বলেন, ‘গত ১২ অক্টোবর স্পর্শিয়া কোভিড-১৯ পরীক্ষা দেন। ১৩ অক্টোবর তার ফল পজেটিভ আসে। বর্তমানে সে বাসায় চিকিৎসা নিচ্ছে। সে সবার কাছে দোয়া চেয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে সে কারও ফোন ধরছে না।’

বিজ্ঞাপন

এদিকে স্পর্শিয়া অনন্য মামুন অভিনীত ‘নবাব এলএলবি’র শুটিং শেষ করেছেন কদিন আগে। এ মুহুর্তে তার শারীরিক অসুস্থায় ছবিটির ডাবিং বা অন্যান্য কার্যক্রমে কোন অসুবিধা হবে কিনা?

‘না আমাদের মূল শুটিং শেষ হয়ে গেছে। দুটি গান ও কিছু অ্যাকশন দৃশ্যে বাকি আছে। সেগুলোতে স্পর্শিয়ার কোন কাজ নেই। আর তার অভিনীত অংশের ডাবিংও সে শেষ করেছে। তাই আমাদের ছবির কোন কার্যক্রমে তার অসুস্থতা কোন প্রভাব ফেলবে না’— বলেন মামুন।

অর্চিতা স্পর্শিয়া করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর