Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামাজিক গল্পের টেলিফিল্ম ‘মহামায়া’


১৫ অক্টোবর ২০২০ ১৪:৪৬

গোলাম সোহরাব দোদুল নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘মহামায়া’। এতে অভিনয় করেছেন তারিন, শ্যামল মাওলা, শামীমা তুষ্টি।

সামাজিক গল্পে নির্মিত ‘মহামায়া’ টেলিফিল্মটি রচনা করেছেন গোলাম সোহরাব দোদুল। এটি প্রচারিত মাছরাঙা টেলিভিশনে শনিবার রাত ৮টা ৩০ মিনিটে।

‘মহামায়া’র গল্পে   দেখা   যাবে,   ছোট   ভাই   দীপ   হোস্টেলে   থেকে পড়াশোনা করে। আর বাবার বিশাল বাড়িতে স্বামীকে নিয়ে থাকে বোন তারিন। বাবা মারা যাওয়ার পর থেকে দুই ভাই বোনের মধ্যে এক ধরণের দ্বন্দ্ব চলতে থাকে। দীপকে কোনভাবেই বাড়িতে থাকতে দিতে চায় না তারিন।সম্পত্তি দখলের জন্যই এমনটা করছে বলে মনে করে দীপ। তার ধারণা, এজন্যই তার বাবাকে খুন করা হয়েছে। এ নিয়ে দুই ভাই বোনের দ্বন্দ্ব ক্রমান্বয়ে বাড়তে থাকে। বাড়ির দলিল দেয়ার জন্য বোনকে বারবার চাপ দেয় দীপ।কিন্তু বোন তাকে বলে বিদেশে চলে যেতে। দীপ রাজি হয় না। এক পর্যায়ে বোনকে গলা টিপে মারতেও চেষ্টা করে সে।

গোলাম সোহরাব দোদুল তারিন মহামায়া শ্যামল মাওলাম শামীমা তুষ্টি