Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএলে খেলতে চায় সাইফ-কারিনার পুত্র তৈমুর


১৪ অক্টোবর ২০২০ ১৩:৫৮ | আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ১৪:০৭

বয়স মোটে চার! তাতে কী? রক্তে ক্রিকেট। মনসুর আলী খান পাতৌদি ছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। তাই হয়ত চার বছর বয়সেই ব্যাট হাতে নেমে পড়েছে নাতি তৈমুর। আর তা দেখেই মায়ের আবদার আইপিএলে সুযোগ দেয়া হোক তৈমুরকে।

বলিউড তারকা সাইফ আলী খান ও কারিনা কাপুরের পুত্র তৈমুর। ২০১৬ সালে জন্ম নেয়া তৈমুরের বয়স এখন চার। এরই মধ্যে ক্রিকেট ব্যাট হাতে শুরু হয়ে গেছে তার খেলা। ছেলের হাতে ব্যাট দেখে উচ্ছ্বসিত মা কারিনা কাপুর। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কারিনা তাতে লিখেছেন, ‘আইপিএলে একটা সুযোগ হবে? আমি ১০০/১০০ খেলতে পারি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা। স্বামী সাইফ আলি খানের সঙ্গে পাতৌদির রাজপ্রাসাদেই সময় কাটাচ্ছেন তিনি। সেখানে ছুটির মেজাজে রয়েছে ছোট্ট তৈমুরও। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সেরা অধিনায়কদের তালিকায় মনসুর আলী খান পাতৌদির নাম প্রথম সারিতে। কিন্তু তার একমাত্র পুত্র সাইফ বেছে নিয়েছেন মা শর্মিলা ঠাকুরের মত অভিনয় পেশাকেই। এখন নাতি তৈমুরের হাতে ব্যাট দেখে অনেকেই মনে করছেন, নতুন এই প্রজন্মের হাত ধরেই হয়তো ভোপালের নবাব পরিবারে ক্রিকেটের ঐতিহ্য ফিরতে পারে।

কারিনা কাপুর তৈমুর আলী খান মনসুর আলী খান পাতৌদি শর্মিলা ঠাকুর সাইফ আলী খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর