‘জুম্মন’ চরিত্রে শিমুল খান
১২ অক্টোবর ২০২০ ১৪:১৯ | আপডেট: ২১ মে ২০২২ ১৫:৪৪
জনপ্রিয় অভিনেতা শিমুল খান ‘মরীচিকা’তে অভিনয় করছেন। শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজটিতে তাকে দেখা যাবে ‘জুম্মন’ নামক একটি চরিত্রে। ইতোমধ্যে তিনি শুটিংয়ে অংশ নিয়েছেন।
শিমুল খান এ প্রসঙ্গে বলেন, ‘শিহাব শাহীন ভাই একজন নির্মাতা যিনি একজন অভিনেতাকে কীভাবে কোন চরিত্রে ব্যবহার করতে হয় তা অনেক ভালো জানেন। তিনি আমাকে জুম্মন নামে চরিত্র দিয়েছেন, সেটি বেশ রহস্য ঘেরা। তাছাড়া ওনার নির্মাণের প্রতি বরাবরই আমার আস্থা রয়েছে। ভাইয়া পর্দায় যাদু দেখাতে জানেন।’
‘মরীচিকা’র চিত্রগ্রহণ করছেন রাজু রাজ। সিরিজটিতে আরও অভিনয় করছেন আফরান নিশো, মাহিয়া মাহি, সিয়াম আহমেদ, ফারজানা রিক্তা, জোভান আহমেদ, নাজনীন হাসান চুমকি, একে আজাদ সেতু, আব্দুল্লাহ রানা ও নরেশ ভুঁইয়া।
বর্তমানে ঢাকা ও ঢাকার আশেপাশে পুরোদমে সিরিজটির শুটিং চলছে। এটি প্রযোজনা করছে দেশীয় নতুন ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
এখন পর্যন্ত ৫০ এর অধিক চলচ্চিত্রে অভিনয় করা শিমুল খানের এটি প্রথম দেশীয় ওয়েব সিরিজ। তিনি এর আগে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘একেন বাবু’ সিরিজের তৃতীয় কিস্তিতে অভিনয় করেছিলেন। এতে তার অভিনীত জাহিদ খান চরিত্রটি বেশ প্রশংসিত হয়েছিল।
জুম্মন জোভান মরীচিকা মাহিয়া মাহি রিক্তা শিমুল খান শিহাব শাহীন সিয়াম