Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈশ্বিক রেটিংয়ে দ্বিতীয় অবস্থানে ‘আয়নাবাজি’


৯ অক্টোবর ২০২০ ১৫:১৪

অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ ছবিটি বৈশ্বিক রেটিংয়ের তালিকায় দ্বিতীয় অবস্থান অর্জন করেছে। ১৩০টি দেশের বানানো ছবি বিশ্লেষণ ও ইন্টারনেট মুভি ডাটাবেজের (আইএমডিবি) রেটিং স্কোর ব্যবহার করে দেশভিত্তিক বিশ্বের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত চলচ্চিত্রের এ তালিকা তৈরি করা হয়েছে। এটি করেছে ট্রান্সক্রিপশন সাইট ‘অ্যাম্বার স্ক্রিপ্ট ডট কম’।

সেই তালিকায় রেটিং পয়েন্ট ৯.১ পেয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থান বাংলাদেশের ‘আয়নাবাজি’র (২০১৬)। একই স্থানে থাকা অন্য চলচ্চিত্রটি কসোভোর ‘জানা’ (২০১৯)। খবর দ্য ন্যাশনালের।

বিজ্ঞাপন

তালিকার শীর্ষস্থানে যুক্তরাষ্ট্রের ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র ১০ পয়েন্টের মধ্যে পেয়েছে ৯.২।

রেটিং পয়েন্ট ৯ পেয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাজ্যের ‘দ্য ডার্ক নাইট’ (২০০৮) ও শ্রীলংকার ‘আলোকো উদাপাদি’ (২০১৭)।

২০১৬ সালে মুক্তি পায় ‘আয়নাবাজি’। অমিতাভ রেজা চৌধুরী পরিচালনায় ছবিটিতে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, পার্থ বড়ুয়াসহ অনেকেই। ছবিটি দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য পায়।

তালিকার শীর্ষে থাকা ২০ দেশের চলচ্চিত্র

  • যুক্তরাষ্ট্র [চলচ্চিত্র: দ্য শশাঙ্ক রিডেম্পশন; রেটিং পয়েন্ট: ৯.২]
  • বাংলাদেশ [আয়নাবাজি; ৯.১]
  • কসোভো [জানা; ৯.১]
  • যুক্তরাজ্য [দ্য ডার্ক নাইট; ৯]
  • শ্রীলংকা [আলোকো উদাপাদি; ৯]
  • নিউজিল্যান্ড [দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য কিং; ৮.৯]
  • জার্মানি [ফাইট ক্লাব; ৮.৮]
  • ইতালি [দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি; ৮.৮]
  • জাপান [সেভেন সামুরাই; ৮.৬]
  • কানাডা [ইন্টারস্টেলার; ৮.৬]
  • দক্ষিণ কোরিয়া [প্যারাসাইট; ৮.৬]
  • ব্রাজিল [সিটি অব গড; ৮.৬]
  • মাল্টা [গ্লাডিয়েটর; ৮.৫]
  • ফ্রান্স [লিও: দ্য প্রফেশনাল; ৮.৫]
  • মিয়ানমার [মুদরাস কলিং; ৮.৫]
  • নরওয়ে [দ্য পিঞ্চক্লিফ গ্র্যান্ড প্রিক্স; ৮.৫]
  • পোল্যান্ড [দ্য পিয়ানিস্ট; ৮.৫]
  • ঘানা [সামসারা; ৮.৫]
  • লিবিয়া [লায়ন অব দ্য ডিজার্ট; ৮.৪]
  • ভারত [থ্রি ইডিয়টস; ৮.৪]

বিজ্ঞাপন

অ্যাম্বার স্ক্রিপ্ট ডট কম আইএমডিবি আয়নাবাজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর