ভিলেন আফরান নিশো
৫ অক্টোবর ২০২০ ১৩:৪৭ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:০৭
নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোকে দর্শকরা বরাবর নায়কের চরিত্রে দেখে এসেছে। তবে এবার তাকে ভিলেনের চরিত্রে দেখা যাবে। শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘মরীচিকা’য় তাকে এ রূপে দেখা যাবে।
১৮ বছর আগে এক জনপ্রিয় মডেলের রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে ‘মরীচিকা’ নির্মিত হচ্ছে। সিরিজটিতে আরও অভিনয় করছেন মাহিয়া মাহি, সিয়াম আহমেদ, ফারজান রিক্তা ও জোভান।
এতে মাহির প্রথমবারের মত দেখা যাবে জোভানকে এবং সিয়ামকে দেখা যাবে ফারজানা রিক্তার বিপরীতে। এটি নির্মিত হচ্ছে দেশীয় নতুন ওটিটি প্ল্যাটফর্ম চড়কির জন্য।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে শুরু থেকেই কোন কথা বলছেন না শিহাব শাহীন। তিনি বলেন, ‘আপাতত কাজটি শেষ করতে চাইছি। এ নিয়ে বিস্তারিত এখনই বলতে পারছি না বলে দুঃখিত। সময়মতো প্রযোজনা সংস্থাই আনুষ্ঠানিকভাবে সব জানাবে।’
জানা গেছে, গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন লোকেশনে ‘মরীচিকা’র শুটিং হচ্ছে। সিয়াম রিক্তা ইতোমধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন। তবে মাহি ও জোভান কিছুদিন পরে শুটিংয়ে অংশ নিবেন।