Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারান্নুমের ‘তোমার হতে চাই’


৪ অক্টোবর ২০২০ ১৭:০৪

তরুণ কণ্ঠশিল্পী তারান্নুম আফরীনের নতুন মিউজিক ভিডিও ‘তোমার হতে চাই’ প্রকাশিত হয়েছে। প্রসেনজিৎ মন্ডলের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অমিত কর। গানটি প্রযোজনা করেছে লায়নিক মিউজিক।

ভিজুয়ালাইজার ওয়ার্কশপের ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ফয়সাল হাসান। চলচ্চিত্রের ঢঙে নির্মিত ভিডিওটিতে মডেল হয়েছেন ইমরান খান ও জেরিন তাসনিম অন্তরা।

নতুন গান প্রসঙ্গে তারান্নুম আফরীন বলেন, ‘গানটিতে অন্যরকম একটি আবেদন আছে। আর বড় ক্যানভাসে নির্মিত ভিডিওটি দর্শকদের মনে আরেক ধরনের অনুভ‚তি তৈরি করবে বলে আমার বিশ্বাস।’

গানটির চিত্রগ্রহণে ছিলেন কাওসার আহমেদ, সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন আশিকুজ্জামান অপু। পাবলিসিটি ডিজাইন করেছেন রনি শিকদার জিতু।

তারান্নুম আফরীন মূলত অস্ট্রেলিয়া প্রবাসী হলেও বাংলা গানের প্রতি তার অগাধ টান। সেই টানেই নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিয়মিত গান প্রকাশ করছেন।

তারান্নুম আফরীন তোমার হতে চাই