পোস্টারে শাকিব খান ও ধর্ষণবিরোধী স্লোগান
২ অক্টোবর ২০২০ ১৯:২৮ | আপডেট: ২১ মে ২০২২ ১৬:০৭
মানববন্ধনের মাঝ দিয়ে শাকিব খান মোটর সাইকেল চালিয়ে আসছেন। দুপাশে পোস্টার, ব্যানার নিয়ে দাঁড়িয়ে হাজারো জনতা। তাতে ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান। এভাবেই প্রকাশিত হয়েছে অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’র প্রথম পোস্টার।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় পোস্টারটি পরিচালক তার ফেসবুক আইডিতে প্রকাশ করেন। এটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।
‘নবাব এলএলবি’তে শাকিব খান একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন। মাহিও আইনজীবী। অন্যদিকে স্পর্শিয়ার চরিত্র সম্পর্কে এখনই কিছু জানাতে নারাজ মামুন।
ছবিটি প্রযোজনা করছে নবীন প্রযোজনা সংস্থা সেলেব্রিটি প্রোডাকশন। তারা ইতোমধ্যে নির্মাণ করেছে ‘মেকআপ’ ও ‘সাইকো’। ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।
২০১৭ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিলো ‘নবাব’। তবে ওই ছবির সঙ্গে ‘নবাব এলএলবি’র কোন মিল নেই বলে জানালেন মামুন।
শাকিব খান ও মাহিয়া মাহি অভিনীত দ্বিতীয় ছবি এটি। তারা দুজন প্রথম অভিনয় করেছিলেন ২০১৩ সালে পিএ কাজল পরিচালিত ‘ভালোবাসা আজকাল’ ছবিতে।
পরিচালক জানিয়েছেন, আগামী ২৩ অক্টোবর ‘নবাব এলএলবি’ দেশিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘আই থিয়েটার’-এ মুক্তি পাবে। এরপর এটি সিনেমা হলে দেখানো হবে।