Tuesday 16 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনন্দের গানে আসিফ আকবর


২ অক্টোবর ২০২০ ১৪:২৯ | আপডেট: ২ অক্টোবর ২০২০ ১৪:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গীতিকবি তারেক আনন্দের কথায় অনেক গুণী কণ্ঠশিল্পী কণ্ঠ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আনন্দের কথায় এবার প্রথমবারের মতো ‘প্রেমজল’ শিরোনামের একটি গান শ্রোতাদের উপহার দিলেন সংগীতের যুবরাজখ্যাত আসিফ আকবর।

‘প্রেমজল’ গানটি আসিফ আকবরের সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন নাবিলা রাহনুম। গানটির কয়েকটি লাইন এরকম—‌‘আমার চোখে প্রেম এসে বুকে নেমেছে/ বুকের মাঝে হেঁটে হেঁটে হৃদয় ছুয়েছে।’

‘প্রেমজল’ শিরোনামের এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। গানটির লিরিক্যাল ভিডিও  সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, জুয়েল মোর্শেদের সুর, সংগীত আমার মন ছুঁয়ে গেছে। নাবিলাও দারুন গেয়েছেন। রোমান্টিক কথামালার এ গানটি আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

বিজ্ঞাপন

নাবিলা বলেন, ‘আসিফ ভাই আমাদের দেশের একজন গুণী শিল্পী। তার মত বড় মানুষের সঙ্গে গাইতে পারা আমার জন্য সৌভাগ্যের।’

বিজ্ঞাপন

মহান বিজয় দিবস আজ
১৬ ডিসেম্বর ২০২৫ ০০:০৮

আরো