মারা গেলেন আফরান নিশোর বাবা
১ অক্টোবর ২০২০ ১২:৫৫ | আপডেট: ১ অক্টোবর ২০২০ ১৩:৫০
অভিনেতা আফরান নিশোর বাবা মো. আব্দুল হামিদ মিয়া ভোলা মারা গিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইড হাসপাতালে তিনি মারা যান।
এর আগে তিনি একই হাসপাতালে আইসিইউতে বেশকিছুদিন ভর্তি ছিলেন। মো. আব্দুল হামিদ মিয়া টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। বলেন, ‘বেশিরভাগ সংবাদমাধ্যমে খবর এসেছে আঙ্কেল করোনায় মারা গেছেন। এটা শতভাগ ভুল তথ্য। আঙ্কেল অনেকদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুর কারণও সেটি।’
মো. আব্দুল হামিদ মিয়া ভোলাকে টাঙ্গাইলে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।