Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলোর মুখ দেখছে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’


২৩ সেপ্টেম্বর ২০২০ ১৬:১৭

পরিচালক রুবেল আনুশ ২০১৪ সালের আগস্টে শুরু করেছিলেন তার প্রথম ছবির কাজ। ছবির নাম ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। ছয় বছর হয়ে গেলো নানান অসুবিধায় ছবিটি মুক্তি দিতে পারছিলেন না পরিচালক। অবশেষে ছবিটি আলোর মুখ খেতে যাচ্ছে।

রুবেল আনুশ জানান, তারা মাস খানেক পরে ছবিটি মুক্তি দিতে চান। বর্তমানে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

সারাবাংলাকে রুবেল আনুশ বলেন, আমরা দেশের কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলছি। আশা করছি মাসখানেক পরে ছবিটি মুক্তি দিতে পারবো।

রুবেল আনুশ আরো বলেন, ‘অনেক চিন্তায় ছিলাম, ছবিটি নিয়ে সেন্সর বোর্ড হয়তো আপত্তি করবে। এখন অনলাইনে মুক্তির সিদ্ধান্ত নেওয়ায় এসব চিন্তা আর করতে হচ্ছে না। নিজের মতো করে গল্পটা উপস্থাপন করতে পারব।’

মাঝে ছবিটির নাম পরিবর্তন করে রেখেছিলেন ‘প্রেম কাহন’। তবে শেষ পর্যন্ত প্রথম নামেই ছবিটি মুক্তি দিচ্ছেন বলে জানালেন রুবেল আনুশ।

সিমলা-মামুন ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।

নিষিদ্ধ প্রেমের গল্প রুবেল আনুশ সিমলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর