Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে ‘বিগ বস ১৪’, ঘোষিত হল গ্র্যান্ড প্রিমিয়ারের তারিখ


১৫ সেপ্টেম্বর ২০২০ ১৬:৫৩

দর্শকদের বিনোদনের সব রকম প্রস্তুতি নিয়ে শুরু হতে যাচ্ছে শো ‘বিগ বস ১৪’। কিছুদিন আগেই শো-এর প্রোমো মুক্তি পেয়েছিল। এবার ঘোষিত হল গ্র্যান্ড প্রিমিয়ারের তারিখ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিগ বস’র নির্মাতা কালার্স চ্যানেলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ৩ অক্টোবর (শনিবার) রাত ৯টায় গ্র্যান্ড প্রিমিয়ার হবে ‘বিগ বস ১৪’র। একটি ভিডিয়ো শেয়ার করে কালার্স কর্তৃপক্ষ লিখেছে, ‘২০২০-র সব সমস্যার সমাধান করতে আসছে বিগ বস ১৪’। আর ভিডিওতে দেখা গিয়েছে, সালমান খানের হাত-পা শিকল দিয়ে বাঁধা। মুখ ঢাকা মাস্কে। তিনি বলছেন, ‘বোরডম এবার কাটতে চলেছে, টেনশন সরে যেতে শুরু করেছে, চাপ গায়েব হবেই।’

বিজ্ঞাপন

এবারের বিগ বস’র প্রতিযোগীদের মধ্যে রয়েছেন নিয়া শর্মা, ভিবিয়ান ডিসেনা, নমিশ তানেজা, জ্যান ইমাম, আমির আলি, আকাঙ্খা পুরীর মতো সেলিব্রেটিরা। এছাড়াও রয়েছেন, জসমীন ভাসিন, পবিত্র পুনিয়া, রামানন্দ সাগরের নাতনি সাক্ষী চোপড়া, এজাজ খান, নয়না সিং, সারা গুরপাল।

প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বর কথা থাকলেও একমাস পিছিয়ে গিয়েছে ‘বিগ বস’র মুক্তি। সেটার কারণ হলো অতিরিক্ত বৃষ্টি ও দুর্যোগ। অতিরিক্ত বৃষ্টির জন্য ঠিক ভাবে সেট এখনো তৈরি করা যায়নি। গণমাধ্যমের কাছে বিগবসের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘নির্মাতাদের বাধ্য হতে হয়েছে শোটি এক মাসের জন্য পিছিয়ে দিতে। অতিরিক্ত বৃষ্টির জন্য মুম্বাইয়ে বিগবসের সেট ঠিক করে তৈরি করা সম্ভব হয়নি। যার জন্য এই মুহুর্তে প্রতিযোগিরা বিগ বসের সেটে আসতে পারবেন না। তাই সমস্ত রকমের সাবধানতা মাথায় রেখে ঠিক করা হয়েছে এই শো মুক্তি পাবে অক্টোবর মাসে।’

বিজ্ঞাপন

কালার্স চ্যানেল বিগ বস বিগ বস ১৪ সালমান খান

বিজ্ঞাপন

ফিরে দেখা ২০২৪ / ছবিতে বছর ভ্রমণ
১ জানুয়ারি ২০২৫ ০৮:৪৫

আরো

সম্পর্কিত খবর