Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাণভয়ে মুম্বাই ছাড়লেন কঙ্গনা!


১৪ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৭

‘মুম্বই আমার কাছে একটা সময়ে মায়ের আঁচলের মতো ছিল, আর আজ নিজের প্রাণ হাতে করে ফিরতে হল ওখান থেকে।’ আজ (সোমবার) সকালেই মুম্বাই ছেড়ে চণ্ডীগড়ে পৌঁছে এমনটাই মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, পাঁচ দিন আগেই নিজের ভাঙা অফিস দেখতে মানালি থেকে মুম্বাই এসেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। মহারাষ্ট্র সরকারের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে মুম্বাই এলেন, দেখলেন, দেখালেন, লাগাতার বিতর্কের জন্ম দিয়েই বিদায় নিলেন মুম্বাই থেকে।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি লিখলেন, ‘চণ্ডীগড়ে নেমেই আমার আর নিরাপত্তাবাহিনীর প্রয়োজন পড়ছে না। লোকজন খুশিতে আমাকে অভিবাদন জানাতে আসছে। মনে হচ্ছে যেন, এবার বেঁচে গেলাম! একটা সময় ছিল, যখন মুম্বাই আমার কাছে মায়ের আঁচলের মতো ছিল, আর আজ নিজের প্রাণ হাতে করে ফিরতে হল ওখান থেকে। শিব সেনা থেকে সোনিয়া সেনাতে পরিণত হয়েই আতঙ্কবাদ ছড়াচ্ছে প্রশাসন।’

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের বিভিন্ন দিক নিয়ে একের পর এক মন্তব্য করে চলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বলিউড ইন্ডাস্ট্রির পাশাপাশি সম্প্রতি মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধেও মন্তব্য করে বসলেন কঙ্গনা। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা মন্তব্য করেছিলেন মুম্বাই পুলিশের থেকে তিনি নিরাপত্তা চান না। অন্য আরেকটি পোস্টে লিখলেন, ‘মুম্বাইকে পাক অধিকৃত কাশ্মীরের মতো মনে হচ্ছে?’

তার এসব মন্তব্যের জেরে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ ক্ষোভের সাথে জানিয়ে দিয়েছেন যে, ‘কঙ্গনার কোনও অধিকার নেই মুম্বাইতে থাকার। ও যা মন্তব্য করেছে, তার ভিত্তিতে ওর বিরুদ্ধে কড়া পদক্ষেপও নেওয়া যেতে পারে’। আর অনিল দেশমুখের এই মন্তব্যের পরই রণংদেহী কঙ্গনা ময়দানে নেমে হুংকার ছাড়েন যে, ‘মহারাষ্ট্র কারও বাবার নয়, ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক!’

বিজ্ঞাপন

এদিকে গত ৭ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে কঙ্গনা রানাওয়াত জানিয়েছিলেন, কোনও নোটিশ ছাড়াই আচমকা বৃহন্মুম্বাই পৌরসভার কর্মকর্তারা তার অফিস পরিদর্শনে যান। সেখানে গিয়ে মাপঝোঁক করার পাশাপাশি তার অফিসের কর্মীদের হেনস্থাও করা হয়। শুধু দখল নয়, পরদিন (৮ সেপ্টেম্বর) তা ভেঙ্গে গুঁড়িয়ে ফেলবে বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী। জানা গেছে, বৃহন্মুম্বাই পৌরসভার এই কর্মকাণ্ড রুখতে আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন কঙ্গনা। তার রেশ ধরেই ৯ সেপ্টেম্বর মুম্বাই হাই কোর্টের পক্ষ থেকে কঙ্গনার অফিস ভাঙার কাজ বন্ধের জন্য বৃহন্মুম্বাই পৌরসভাকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

এর পরপরই শিব সেনার সঙ্গে সংঘাত, বিজেপির সমর্থন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নিয়ে মন্তব্য- সবকিছু মিলিয়েই বর্তমানে লাগাতার শিরোনামে এই অভিনেত্রী। এবার মুম্বাই ছেড়েই অভিযোগের আঙুল তুললেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং উদ্ধব ঠাকরে প্রশাসনের দিকে। বললেন, ‘শিব সেনা সোনিয়া সেনা পরিণত হয়ে মুম্বইতে আতঙ্ক ছড়াচ্ছে!’

কঙ্গনা রানাওয়াত মহারাস্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনা সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর