Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম’র সঙ্গী বলিউডের আয়ুষ্মান খুরানা!


১২ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩৫

ডেভিড বেকহ্যাম’র সঙ্গী হলেন আয়ুষ্মান খুরানা! তবে কোন ফুটবল ম্যাচ বা সিনেমা নয়। শিশুদের উপর হওয়া হিংসাত্মক ঘটনা রুখতে ‘ইউনিসেফ’র সেলিব্রিটি অ্যাম্বাসেডর হলেন জাতীয় পুরস্কারজয়ী বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। আর এ কাজে ফুটবল তারকা ডেভিড বেকহ্যামের সঙ্গী হলেন তিনি।

শিশুদের নিগ্রহ রুখতে, তাদের অধিকার সুরক্ষিত করতে বহু আগে থেকেই ‘ইউনিসেফ’র হয়ে কাজ করছেন ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। বিভিন্ন জায়গায় গিয়ে শিশুদের অধিকারের কথা মানুষকে বুঝিয়েছেন তিনি। বহুদিন ধরেই এই বিষয়ে ‘ইউনিসেফ’র সেলিব্রিটি অ্যাম্বাসেডর হয়ে কাজ করছেন বেকহ্যাম।

বিজ্ঞাপন

এবার ভারতের মতো জনবহুল দেশে এই কাজের প্রচারের জন্য আয়ুষ্মান খুরানাকে বেছে নিয়েছে ‘ইউনিসেফ’। সংস্থার পক্ষ থেকে আয়ুষ্মানকে স্বাগত জানিয়ে ডা. ইয়াসমিন আলি হক জানান, ‘নিজের প্রত্যেক চরিত্রে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করা মানুষের কাহিনি ফুটিয়ে তুলেছেন আয়ুষ্মান। তার বলিষ্ঠ কণ্ঠ মানুষকে সচেতন করবে। করোনা সংকটের আবহে শিশু নিগ্রহের ঘটনা বেড়ে গিয়েছে। এর বিরুদ্ধে সোচ্চার হবেন আয়ুষ্মান।’

এমন একটি দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত আয়ুষ্মান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কবিতা পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “আমার ছোটবেলার স্মৃতি সবসময় আমার মুখে হাসি ছড়িয়ে দেয়। কিন্তু বহু শিশুর ছোটবেলা এখনও অসম্পূর্ণ। ‘ইউনিসেফ’র সেলিব্রিটি অ্যাম্বাসেডর হিসেবে আমি আপনাদের ভারতের শিশু নিগ্রহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।”

জানা গেছে, এরই মধ্যে ‘ইউনিসেফ’র সেলিব্রিটি অ্যাম্বাসেডর হয়েই কাজ শুরু করে দিয়েছেন আয়ুষ্মান।

বিজ্ঞাপন

আয়ুষ্মান খুরানা ইউনিসেফ ইউনিসেফ অ্যাম্বাসেডর ডেভিড বেকহ্যাম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর