আসছে নতুন চমক?
১০ ডিসেম্বর ২০১৭ ১৬:০৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ১৬:১০
স্টাফ করেসপন্ডেন্ট
জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশো একসঙ্গে বসে আছেন, একই শুটিং ইউনিটে- এমন দৃশ্য চোখে পড়ে না বললেই চলে। এ মুহূর্তের টেলিভিশন পাড়ার এই দুই শক্তিশালী অভিনেতাকে অনেকে প্রতিদ্বন্দী ভাবলেও আসলে তারা দীর্ঘদিনের বন্ধু। শুরুর দিকে যখন দু’জনেই অভিনয়ে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন, তখন থেকেই তাদের বন্ধুত্ব।
তখন অপূর্ব, নিশো- দু’জনেই গান করতেন। নিশোর লেখা অনেক গান আছে, যেগুলো অপূর্ব সুর করে গেয়েছেন ওই সময়। এখন অপূর্ব মাঝে মধ্যে গান করলেও নিশো একেবারেই গান ভুলেছেন। শুধু মাঝে মধ্যে গিটারে টুংটাং ছাড়া।
ওই সময় পাশাপাশি বাসা নিয়ে একই এলাকায় থাকতেন তারা। একত্রে আড্ডা দিয়ে কাটতো সময়। তবে এখন সময় এবং পরিস্থিতি ভিন্ন। অভিনয়কেন্দ্রিক ব্যস্ততায় দেখা হয়ে ওঠে না। দু’জন একই ফ্রেমে হাজির হন না বলতে গেলে। তবুও সম্পর্কের গভীরতা আছে আগের মতোই।
সম্প্রতি আড্ডায় এক হয়েছিলেন টিভিপাড়ার এ দুই হিরো। সঙ্গে ছিলেন নির্মাতা মোস্তফা কামাল রাজ। নির্মাতা কি এ দু’জনকে এক করে কোনো কাজের প্ল্যান করছেন? সঠিক খবর এখনই জানা যাচ্ছে না। থাকছে চমকের অপেক্ষা।
সারাবাংলা/কেবিএন