Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাশুড়ির নামে মাহির নতুন ফ্যাশন হাউজ


১ সেপ্টেম্বর ২০২০ ১৮:১৮

অভিনেত্রীর পাশাপাশি মাহির আরেক পরিচয়—ফ্যাশন হাউজ ‘ভারা’র মালিক। আপাতত ফেসবুক ভিত্তিক কার্যক্রম চলা ফ্যাশন হাউজটি বেশ ভালোই চলছে। ২০১৯ সালে উদ্বোধনের সময় মাহি বলেছিলেন তিনি এর শাখা বিস্তৃত করতে চান। তবে ‘ভারা’র কোন শাখা না করলেও নতুন একটি ফ্যাশন হাউজ করেছেন তিনি। তার শ্বাশুড়ির নামে প্রতিষ্ঠানটির নাম ‘সাজেদাস কোউচার এন্ড টেলরস’।

মাহি জানান, প্রতিষ্ঠানটি সিলেটে তার শ্বশুরবাড়ির সামনের খালি জায়গায় করা হচ্ছে। বুধবার (২ সেপ্টেম্বর) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

বিজ্ঞাপন

মাহি বলেন, ‘মাত্র ৫ দিনের সিদ্ধান্তে এটি আমার শাশুড়ি মায়ের নামে করা হচ্ছে। এখানে মেয়েদের জামা কাপড় থাকবে। তবে ছেলেরা অর্ডার দিলে বানিয়ে দেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আমার শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। তারা ফ্যাশন হাউজটির ব্যাপারে বেশ উৎসাহ দিয়েছে।’

আগামী ৫ সেপ্টেম্বর থেকে মাহি অংশ নিবেন ‘নবাব এলএলবি’ ছবির শুটিংয়ে। ছবিটিতে তার বিপরীতে রয়েছেন শাকিব খান। এছাড়া রয়েছেন অর্চিতা স্পর্শিয়া।

ফ্যাশন হাউজ মাহিয়া মাহি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর