Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীপ অভিনীত এইচবিওয়ের সিরিজ পুরস্কৃত


৩১ আগস্ট ২০২০ ১৬:৫৩

বাংলাদেশি অভিনেতা সুদীপ বিশ্বাস দীপ— অভিনয় করেছেন বিশ্বখ্যাত টেলিভিশন চ্যানেল এইচবিওয়ের সিরিজ ‘ইনভিজিবল স্টোরিজ’-এ। খবরটি পুরানো। নতুন খবর হলো সিরিজটি সিঙ্গাপুরভিত্তিক দ্য কনটেন্ট এশিয়া অ্যাওয়ার্ডসে ‘সেরা ড্রামার’ খেতাব পেয়েছে।

খবরটিতে বেশ খুশি দীপ। তিনি বলেন, ‘কনটেন্ট এশিয়া দীর্ঘদিন ধরে মেধারভিত্তিতে এশিয়ার কনটেন্টগুলোকে পুরস্কৃত করছে। এবার প্রথমবারের মতো কোভিড-১৯ মহামারিতে এশিয়ার মধ্যে যে ড্রামাগুলো সবচেয়ে বেশি দেখা হয়েছে ও প্রশংসিত হয়েছে-সেগুলোকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে আমার প্রথম কাজটি সেরা হবে ভাবতে পারিনি। আমি এইচবিও, পরিচালক লার জিয়ানের কাছে কৃতজ্ঞ।’

বিজ্ঞাপন

‘ইনভিজিবল স্টোরিজ’র পর আরো কয়েকটি আন্তর্জাতিক পর্যায়ের কাজের প্রস্তাব পেয়েছেন দীপ। তবে এখনো কারো সঙ্গে চুক্তিবদ্ধ হননি হলেও জানিয়েছেন তিনি।

দীপ অভিনয় করেছেন দেশিয় ছবিতে। ‘মিশন এক্সট্রিম’র দুটি পর্বেই তাকে দেখা যাবে। এছাড়া হৃদি হক পরিচালিত সরকারি অনুদান প্রাপ্ত ‘১৯৭১ সেই সব দিন’ ছবিতেও অভিনয় করছেন তিনি।

ইনভিজিবল স্টোরিজ সুদীপ বিশ্বাস দীপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর