Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক যুগে ইমরানের ক্যারিয়ার


৩১ আগস্ট ২০২০ ১৬:২৪

‘চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগীতা’র প্রথম আসর বসেছিলো ২০০৮। সে আসরের রানাস আপ হয়েছিলেন তখনকার এইচএসসি পরীক্ষার্থী ইমরান। দিনটি ছিলো ৩১ আগস্ট, ২০০৮। সে হিসেবে সোমবার ইমরানের ক্যারিয়ারের এক যুগ পূর্ণ হয়েছে। এ দিনে ইমরান কৃতজ্ঞতা জানিয়েছেন সকল ভক্ত, শুভানুধ্যায়ীদের।

ইমরান তার ভেরিফাইড ফেসবুক পেইজে লেখেন, ‘দেখতে দেখতে ১২ টি বছর চলে গেলো। এই ১২ বছরে অনেক গান করার সুযোগ হয়েছে। আল্লাহর ইচ্ছায় অনেক মানুষের ভালোবাসাও পেয়েছি। কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে যারা প্রথম থেকেই সহযোগীতা করেছেন, আমার সকল কলিগ ( যাদের সাথে গান করেছি), সকল মিউজিক ডিরেক্টর, গীতিকার ,সকল সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সবসময়, সব অবস্থায় আমার পাশে ছিলেন। আশা করি ভবিষ্যতেও থাকবেন। সবশেষে কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমার সকল ভক্তদের প্রতি, যাদের কারণে আজকে আমি ইমরান। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে সামনে আপনাদের আরও ভালো কাজ উপহার দিতে পারি।’

বিজ্ঞাপন

২০০৮ থেকে ইমরানের পেশাদার গানের জগতে পথচলা শুরু। তবে গানের ব্যস্ততা শুরু হয় ২০১২ সালে। এক যুগে কোন গান ইমরানের সংগীত জীবনের মোড় ঘুরিয়ে দেয়? বললেন, ‘অনেক গানই করেছি। তবে “তুমি দূরে দূরে থেকো না” গানটি প্রথম অনেকের মুখে শুনতে পাই। আর আমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন এনে দিয়েছে ‘বলতে বলতে চলতে চলতে’। দারুণ জনপ্রিয় এই গান আমাকে একধাপ এগিয়ে দিয়েছে। আর চলচ্চিত্রে “সম্রাট” ছবির ‘সারা রাত ভোর’ এবং পরে “বসগিরি” ছবির ‘দিল দিল দিল’ গানটি আমার পথচলা মসৃণ করেছে।

ইমরান বর্তমানে ব্যস্ত রয়েছেন বিভিন্ন চলচ্চিত্রের প্লেব্যাক ও সঙ্গীত পরিচালনা নিয়ে।

বিজ্ঞাপন

ইমরান এক যুগ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর