Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেঙ্গল বয়েজ ব্যান্ড’র লাইভে শাফিন আহমেদ


২৭ আগস্ট ২০২০ ১৪:৪১

দেশের প্রথম প্রাইভেট এফ এম রেডিও স্টেশন রেডিও টুডে এফ এম ৮৯.৬-এ শুরু হয়েছে সাপ্তাহিক এক্সক্লুসিভ মিউজিক্যাল লাইভ ‘বেঙ্গল বয়েজ স্টুডিও ৮৯.৬’। ভিন্নধর্মী এই মিউজিক্যাল লাইভটি আরজের পাশাপাশি উপস্থাপনায় রয়েছে দেশের জনপ্রিয় ক্লাসিক্যাল রক জনরার ব্যান্ড ‘বেঙ্গল বয়েজ’।

বেঙ্গল বয়েজ এর ব্যান্ড লিডার এবং ব্যান্ডটির লিড ভোকাল নাইম মুর্তজা জানালেন, ‘এই রেডিও শো-টাকে ভিন্নধর্মী বলার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে অন্যতম হল নিজেদের ব্যান্ড এর গান করার পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনা করা রেডিও ইন্ডাস্ট্রিতে এই প্রথম। পুরো শোটিতে আমরা বেশ কিছু সেগমেন্ট রেখেছি। যেখানে আমরা আমাদের নিজেদের গান করবো, নতুন গান গুলো এই শোতেই রেডিওতেই রিলিজ দিব।’

বিজ্ঞাপন

আমন্ত্রিত অতিথি এবং প্রচার সময় প্রসঙ্গে জানাতে গিয়ে নাইম মুর্তজা আরও বললেন, ‘আমরা বিখ্যাত গানগুলো কাভার করার চেষ্টা করবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের শো-তে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের আমন্ত্রন জানানো হবে, যারা তাদের নিজেদেরই গান করবে বেঙ্গল বয়েজ এর কম্পোজিশনে। আর রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত এই লাইভ হবে, যা মিউজিক্যাল লাইভ এর জন্য সবচেয়ে দারুন সময়।’

২৮ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠানটির ২য় পর্বের গেস্ট সেগমেন্ট এ উপস্থিত থাকছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ। আড্ডার পাশাপাশি বেংগল বয়েজ এর সাথে গান পরিবেশন করবেন তিনি। আর পুরো প্রোগ্রামটির প্রযোজনায় থাকবেন রেডিও টুডের হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট, ফখরুল হক শাওন।

এফ এম ৮৯.৬ নাইম মুর্তজা বেঙ্গল বয়েজ বেঙ্গল বয়েজ স্টুডিও ৮৯.৬ রেডিও টুডে শাফিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর