Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেদিনের সেই ময়না পাখিটা এবার নায়িকা!


২৫ আগস্ট ২০২০ ১৩:৩৪

দীঘি- নামটা মনে করিয়ে দেয় সেই ছোট্ট শিশুশিল্পী। যে কিনা সারাদিন অপেক্ষায় থাকে কখন বাবা ফিরবে। অফিস থেকে বাবা ফিরলেই সে বাবাকে বলে, ‘জানো বাবা, আমাদের একটা ময়না পাখি আছেনা, সে আমার নাম ধরে ডেকেছে!’ এটি ছিল দেশের একটি মোবাইল অপারেটরের জনপ্রিয় বিজ্ঞাপন। আর এই বিজ্ঞাপনে শিশুশিল্পী হিসেবে সেদিন সবারই মন জয় করে নিয়েছিল অভিনেতা সুব্রত ও প্রয়াত অভিনেত্রী দোয়েল’র কন্যা ‘দীঘি’। পুরো নাম প্রার্থনা ফারদিন দীঘি। সেদিনের সেই ছোট্ট দীঘি এবার পুরদস্তুর নায়িকা। জানা গেছে, দুটি ছবিতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন দীঘি।

বিজ্ঞাপন

শিশুশিল্পী হিসেবে বাংলা চলচ্চিত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দীঘি। তার অভিনীত ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ একাধিক ছবি ব্যবসা সফল হয়। বলা যায় সে সময়টাতে তাকে ঘিরেই বেশ কয়েকটি ছবির কাহিনী তৈরি করা হয়েছিল। কিন্তু একটা সময়ে এসে চলচ্চিত্রে দীর্ঘ বিরতি দেয় দীঘি। নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল সে। এবার সে বিরতি ভেঙে আবার ক্যামেরার মুখোমুখি হল দীঘি। শাপলা মিডিয়ার ব্যানারে দুটি ছবিতে নায়িকা চরিত্রে চুক্তিবদ্ধ হলেন তিনি। জানা গেছে, এর মধ্যে শুটিং শুরু করেছেন ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামের একটি ছবির। আরেকটি ছবির নাম ‘ধামাকা’। আর এই দুটি ছবিতেই দীঘির নায়ক শান্ত খান।

বিজ্ঞাপন

অভিনেতা সুব্রত অভিনেত্রী দোয়েল দীঘি প্রার্থনা ফারদিন দীঘি শাপলা মিডিয়া

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর