‘কিশোরের কোন ছাত্র বা শিষ্য ছিল না’
২৪ আগস্ট ২০২০ ১৩:২৫ | আপডেট: ২৪ আগস্ট ২০২০ ১৩:৩০
‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর গত ৬ জুলাই মারা যান। তিনি মারা যাওয়ার পর অনেকেই গণমাধ্যমে তার শিষ্য হিসেবে সাক্ষাতকার দিচ্ছেন। জানাছেন নানা তথ্য উপাত্ত। সেগুলো তৈরি করছে বিতর্ক। এসবের প্রতিবাদ জানিয়েছেন এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকা অ্যান্ড্রু ইতি ওরফে ইতি বিশ্বাস। তিনি বলছেন, ‘কিশোরের কোন ছাত্র বা শিষ্য ছিল না।’
ইতি বিশ্বাস বেশ ক্ষুব্ধ হয়েছেন বিভিন্ন জনের কর্মকান্ডে। তিনি এ নিয়ে প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লেখেন, যাদেরকে কিশোর স্নেহ করতো বা শ্রদ্ধা করতো, তারা কী সুন্দর বানিয়ে মিথ্যা কথা বলছে বা লেখছে।
তিনি জানান, আগের দিন কফিন বানাতে বলা, মায়ের পাশে সমাধিস্থ হতে চাওয়া, বাকরুদ্ধ হয়ে যাওয়া কিংবা মুক্তিযোদ্ধাদের গান শোনাতে চাওয়ার ব্যাপারগুলোর সবই মিথ্যে।
এন্ড্রু কিশোরের কোন ছাত্র বা শিষ্য ছিলো না জানিয়ে তিনি লেখেন, ‘হঠাৎ করে একজন নিজেকে শিষ্য বলে প্রচার করতে লাগলো । কিশোর ফোন করে তাকে বকা দিয়েছিল এবং বলেছিল কথাটা না লিখতে, কিন্তু সে সেটা শোনেনি। কিশোর খুবই কষ্ট পেয়েছিল এবং অসন্তষ্ট ছিল। সে নিজেকে শিষ্য পরিচয় দিয়ে প্রতিনিয়ত ইউটিউব এ ভুয়া ভিডিও ক্লিপ আর খবর দিয়ে চলেছে। মানুষ জন এই সব ভুয়া খবর কতটুকু বিশ্বাস করছে , সেটাও বোঝার উপায় নাই।‘
ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে এন্ড্রু কিশোরের একটি ভিডিও ক্লিপ যুক্ত করে দেন । যেখানে কিশোর তার চিকিৎসায় প্রধানমন্ত্রীসহ যারা যারা সহায়তা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
ইতি বিশ্বাস লেখেন, ‘সিঙ্গাপুরে কিশোরের চিকিৎসা খরচ হয়েছিল প্রায় পৌনে তিন কোটি টাকা। যার ২৪ শতাংশ দিয়েছিল বাংলাদেশ সরকার, ৩২ শতাংশ আমাদের পরিবারবর্গ ও আত্মীয়স্বজন, আর সবচেয়ে বেশি ৪৪ শতাংশ দিয়েছিল দেশে ও বিদেশের অগনিত শিল্পী, ভক্ত, অনুরাগী।
সবশেষে ইতি বিশ্বাস লেখেন, ‘কিশোরের একটা বড় আত্মতৃপ্তি ছিল, সে আমাকে বলেছিল, আমি এত অসুস্থ না হলে কোনদিন বুঝতেই পারতাম না যে, মানুষ আমাকে এত ভালোবাসে। আমার জন্য এভাবে দুইহাত বাড়িয়ে দিবে এবং সে দেশে ফিরে সবাইকে কৃতজ্ঞতা জানাবে বলে অনেক কিছু ভেবে রেখেছিল। ভাবনা গুলো ভাবনাই থেকে গেল।’