Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আতংকিত পুজা ভাট!


২৩ আগস্ট ২০২০ ১২:৪৪

একটা মুত্যু যে বলিউডের পুরো বিনোদন ইন্ডাস্ট্রিকে এভাবে নাড়িয়ে দেবে, তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি! সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর কারণে বলিউড ইন্ডাস্ট্রিতে জন্ম নিচ্ছে একের পর এক বিতর্ক। স্বজনপ্রীতি থেকে শুরু করে প্রতিপত্তিশালীদের হুমকি দেওয়া- এমন অনেক বিষয়ই উঠে আসছে প্রতি মুহূর্তে। আর এই অভিযোগের তীর এখন সব থেকে বেশি প্রযোজক-পরিচালক মহেশ ভাট ও তার দুই কন্যার দিকেই। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভাটের অতিরিক্ত ঘনিষ্ঠতার জন্যই প্রয়াত অভিনেতা অনুরাগীরা কটাক্ষ করছেন মহেশ ভাটকে।

বিজ্ঞাপন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই কোণঠাসা হয়ে পড়েছে মহেশ ভাট ও তার দুই কন্যা- পুজা ভাট ও আলিয়া ভাট। সুশান্তের প্রেমিকা রিয়া ও মহেশ ভাটকে জড়িয়ে চলছে কুরুচিপূর্ণ মন্তব্য আর ট্রল। এমন কি বয়কটের ডাক দেয়া হয়েছে তার পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ছবি ‘সড়ক ২’ বিরুদ্ধে। যে ছবির প্রথম ট্রেলার প্রকাশের পরপরই এতটা ডিসলাইক পড়েছে যা রীতিমতো বিশ্বরেকর্ড গড়েছে। এদিকে স্বজনপ্রীতির বিতর্কে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক কুৎসিত মন্তব্য করা হচ্ছে আলিয়া ভাটের বিরুদ্ধে। এবার মহেশ ভাটের আরেক কন্যা একসময়কার আলোচিত অভিনেত্রী পুজা ভাটের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে নেটনাগরিকদের একাংশ।

শুরু থেকেই ইনস্টাগ্রাম প্রোফাইলটি ওপেন রেখেছিলেন অভিনেত্রী পুজা ভাট। কিন্তু এবার তার প্রোফাইলটি প্রাইভেট করতে বাধ্য হলেন তিনি। কিন্তু কেন? এর পিছনে রয়েছে এক বিশাল কারণ৷ ওপেন থেকে প্রাইভেট প্রোফাইলে বদলে ফেলার আগে এর কারণ জানিয়ে এক পোস্টে পুরো বিষয়টি নিয়ে লিখলেন পুজা ভাট।

অভিনেত্রী পুজা ভাট তার পোস্টে লিখেছেন, ‘ধীরে ধীরে মানবিক বোধ হারিয়ে যাচ্ছে। একদিকে যেখানে করোনার দাপট, মানসিক অবসাদ, দুর্দশা দেশকে আঁকড়ে ধরেছে। সেই সময়ে দাঁড়িয়ে কিছু মানুষ অন্যকে নোংরা কথার বলার জন্য পুরো সময়টা দিচ্ছেন।’

পুজা আরও লিখলেন, ‘সোশ্যাল মিডিয়ায় একের অপরের প্রতি সাহায্যের হাত না বাড়িয়ে বরং ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হচ্ছে! ঈশ্বর সব দেখছেন। পাপ-পুণ্যের হিসেব নিশ্চয়ই রয়েছে তার কাছে!’

আলিয়া ভাট পুজা ভাট মহেশ ভাট সড়ক ২ সুশান্ত সিং রাজপুত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর