মোশাররফ করিমের রেস্টুরেন্ট ‘এক কাপ চা’
২১ আগস্ট ২০২০ ১৪:৩৫ | আপডেট: ২১ আগস্ট ২০২০ ১৪:৩৬
মোশাররফ করিম— পৃথিবীজুড়ে বাংলা ভাষাভাষীদের মধ্যে তুমুল জনপ্রিয়। তার স্ত্রী রোবেনা রেজা জুঁইও অভিনয়ে এসেছেন। তিনিও পেয়েছেন জনপ্রিয়তা। দুইজন এবার একটি রেস্টুরেন্ট দিয়েছেন। নাম ‘এক কাপ চা’।
রাজধানীর উত্তরার সেক্টর ১০ এর রানাভোলা মেইন রোডে ‘এক কাপ চা’ অবস্থিত। বৃহস্পতিবার (২০ আগস্ট) রেস্টুরেন্টটির উদ্বোধন করা হয়। উদ্বোধনীতে উপস্থিত ছিলেন শামীম জামানসহ মোশাররফ দম্পতির ঘনিষ্ঠজনরা।
রোবেনা রেজা জুঁই সারাবাংলাকে বলেন, ‘সারা দুনিয়াতে করোনার কারণে সবকিছু থমকে আছে। আমাদের দেশেও একই অবস্থা। তাই আমরা খুবই অল্প পরিসরে খালি কেক কেটে উদ্বোধন করেছি। কাউকে ওইভাবে বলতে পারিনি।’
‘করোনাকাল শেষ হলে ইচ্ছে রয়েছে সবাইকে ডেকে আরেকটা অনুষ্ঠান করার। আপনারা আমাদের জন্য দোয়া করবেন’— বলেন জুঁই।
বাংলাদেশে অভিনয়শিল্পীদের অনেকেই ফ্যাশন হাউজ কিংবা বিউটি স্যালুনের ব্যবসা করলেও এর আগে নায়ক রিয়াজ রেস্টুরেন্ট ব্যবসায় যুক্ত হন।