Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেক্টর কমান্ডার চরিত্রে শোভন


১০ ডিসেম্বর ২০১৭ ১৩:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট:

এবার মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হয়ে আসছেন অভিনেতা জাহিদ হোসেন শোভন। ধ্রুব হাসানের পরিচালনায় ‘দাহকাল’ চলচ্চিত্রে ‘খালেদ মোশারফ’ এর ভূমিকায় দেখা যাবে তাকে। তবে সিনেমাতে চরিত্রটির নাম রাখা হয়েছে জামিল।

সারাবাংলাকে শোভন বলেন, ‘দাহকালে আমি অতিথি চরিত্রে অভিনয় করছি। জামিল নামের এই চরিত্রটি সেক্টর কমান্ডার খালেদ মোশারফের ছায়া থেকে নেয়া। এই বীর মুক্তিযোদ্ধার কিছু অবদান ছবিতে তুলে ধরা হবে। তবে সিনেমাটি খালেদ মোশারফের জীবনী নয়।’

পরিচালক সূত্রে জানা যায় ‘দাহকাল’ ছবির শুটিং শুরু হবে আসছে ১৮ ডিসেম্বর। এর আগের দিন এফডিসিতে হবে ছবিটির মহরত। এরপর কয়েকদিন বিরতি দিয়ে ২৭ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হবে দাহকালের দ্বিতীয় দফার শুটিং। পরিচালক ধ্রুব হাসান জানিয়েছেন, দাহকাল হবে অ্যাকশন-থ্রিলারধর্মী ছবি। ছবিতে মুক্তিযুদ্ধের না বলা এক গল্প চিত্রায়িত হবে।

বিজ্ঞাপন

‘দাহকাল’ ছবিতে নায়িকা হিসেবে থাকছেন পশ্চিমবাংলার মেয়ে পারমিতা রোজা। এছাড়াও থাকছেন তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমনসহ অনেকে।

সারাবাংলা/টিএস/পিএম