Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে ডিএ তায়েবের ছবিতে অপু বিশ্বাস


১৮ আগস্ট ২০২০ ১৩:২২

২০১৭ সালে ডিএ তায়েবের সঙ্গে ‘কাঙ্গাল’ নামে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন অপু বিশ্বাস। বদিউল আলম খোকন পরিচালিত ছবিটিতে অপু বিপরীতে বাপ্পী চৌধুরী অভিনয়ের কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত শাকিব খানের সাথে সম্পর্কসহ নানাবিধ কারণে ওই ছবি থেকে নিজেকে প্রত্যাহার করে নেন অপু। অবশেষে অপু-ডিএ তায়েব একসঙ্গে কাজ করতে যাচ্ছেন—‘দেহ ঘড়ি’ ছবিতে।

ডিএ তায়েব বলেন, সাইনিং না হলেও অপু আমাদেরকে মৌখিকভাবে নিশ্চিত করেছেন ছবিটি করার ব্যাপারে। আগামী মাস থেকে শুটিং করতে চাইছি।

বিজ্ঞাপন

প্রধান অভিনয়শিল্পী চূড়ান্ত হলেও পরিচালক এখন পর্যন্ত ঠিক হয়নি। এর কাহিনি লিখেছেন পুলিশের ডিআইজি হাবিবুর রহমান।

‘দেহ ঘড়ি’তে অপু বিশ্বাস একজন যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করবেন। ছবির গল্প সম্পর্কে ডিএ তায়েব বলেন, ‘এটি একটি মানবিক সংকটের গল্প। এখানে একটি যৌনপল্লীর গল্প দেখানো হবে। যেখানে একজন সর্দারনী থাকেন। যার ভূমিকায় অভিনয় করবেন আনোয়ারা। অপু করবেন যৌনকর্মীর। যার মৃত্যুর পর দাফন নিয়ে এলাকায় সমস্যা হয়। তা নিয়েই গল্প এগোবে।’

অপু বিশ্বাস ডিএ তায়েব দেহ ঘড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর