Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েব সিরিজ ‘মাফিয়া’য় জাহিদ হাসান


৮ আগস্ট ২০২০ ২২:১০

চলচ্চিত্র পরিচালক শাহীন সুমন প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। সিরিজটির নাম ‘মাফিয়াঃ লেটস প্লে’। এর নাম ভূমিকায় অভিনয় করবেন জাহিদ হাসান।

শাহীন সুমন বলেন, ‘জাহিদ হাসান এ দেশের একজন শক্তিমান ও জনপ্রিয় অভিনেতা। গতকাল (৭ আগস্ট, শুক্রবার) তাকে আমরা চুক্তিবদ্ধ করেছি। পর্দায় তাকে একজন ক্ষমতাবান ব্যক্তি ‘ননী ভাই’র চরিত্রে দেখা যাবে।’

ওয়েব সিরিজ নির্মাণ প্রসঙ্গে শাহীন সুমন বলেন, ‘এ করোনাকালে আমাদের দেশের দর্শক অনলাইন প্ল্যাটফর্মে অনেক বেশি সম্পৃক্ত হয়েছে। পুরো দুনিয়ায় বলতে পারেন ওয়েব সিরিজের অনেক চাহিদা। তাছাড়া গল্পটিও দুর্দান্ত। তাই নির্মাণ করছি।’

‘মাফিয়াঃ লেটস প্লে’র শুটিং শুরু হবে আগামী সপ্তাহে।  শুটিং হবে নারায়ণগঞ্জে। মোট পর্ব হবে ১৫০। এর চিত্রনাট্য করছেন দেলোয়ার হোসেন দিল। নির্মিত হবে শাপলা মিডিয়ার ব্যানারে। প্রযোজনা করছেন সেলিম খান। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেল ও অ্যাপে এটি মুক্তি দেওয়াবে।

জাহিদ হাসান মাফিয়াঃ লেটস প্লে

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর