Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবীর সুমনের চোখে আসিফ যেমন


৬ আগস্ট ২০২০ ১৫:৩৩

ওপার বাংলার শিল্পী কবীর সুমনের সঙ্গে একের পর এক গানের কাজ করছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ‘এখনও সেই আসিফ আমি’ তেমনই একটি গান। এই গানে কবীর সুমন লিখেছেন স্বয়ং আসিফকে নিয়ে। মানে গানের বিষয়বস্তু হিসেবে থাকছেন আসিফ আকবর।

‘এখনও সেই আসিফ আমি/গানের কসম গানই সব/কথায় সুরে জীবন আমার/অন্য জীবন অসম্ভব/এখনও সেই আসিফ আমি/এক সময়ে ছোট্ট ছেলে/যখন তখন হাসত আবার/ কেঁদেও ফেলত কান্না পেলে’- কবীর সুমনের এমন কথা ও সুরে নতুন গান কণ্ঠে তুলেছেন আসিফ আকবর। সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

বিজ্ঞাপন

ইয়ামিন এলান তৈরি করেছেন ‘এখনও সেই আসিফ আমি’ গানের ভিডিও। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল ৩টায় গানটি উন্মুক্ত করা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলাঢোলের  ইউটিউব চ্যানেলে।

গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘শ্রদ্ধেয় কবীর সুমনের লেখা এই গানটি আমার বিশেষ পছন্দের। এখানে তিনি আমার শিল্পীসত্তাকে তুলে ধরেছেন। আমার ওপর নির্মিত ডকুমেন্টরিতেও থাকবে এই গান। আমার মতে, আমার ভক্তদের কাছেও এটি বিশেষ প্রাপ্তি মনে হবে।’

আসিফ আকবর এখনও সেই আসিফ আমি কবির সুমন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর