Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈয়দ সালাহউদ্দীন জাকী’র ‘অগ্নিফসল’


২ আগস্ট ২০২০ ২১:০৭

ঈদুল আজহা উপলক্ষে ‘ঘুড্ডি’-খ্যাত নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী নির্মাণ করলেন বিশেষ টেলিছবি- ‌‘অগ্নিফসল’। আর এতে বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন ও মৌসুমী মৌ। ঈদের চতুর্থ দিন বিকেল সাড়ে ৪টায় এটি প্রচারিত হবে চ্যানেল আইতে।

স্বাধীনতা যুদ্ধের পটভুমি নিয়ে নির্মিত টেলিছবি ‌‘অগ্নিফসল’। ১৯৭১ সালের মে-জুন মাস। পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের মুখে একটি অবরুদ্ধ বাড়িতে আশ্রয় নেয় কয়েকজন মানুষ। তাদের ধর্মীয় পরিচয় ভিন্ন। একজন হিন্দু, একজন বৌদ্ধ এবং একটি মুসলিম পরিবার। আর এখান থেকেই এখান থেকেই গল্প শুরু হয় এই টেলিছবির।

‘ঘুড্ডি’-খ্যাত নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী

‌‘অগ্নিফসল’-এ মৌ’র বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা ইয়াশ রোহান। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ফারহানা মিঠু, তৌফিকুল ইসলাম ইমন, পৌশাল প্রমুখ। লাকী আখান্দের সুর ও সৈয়দ সালাহউদ্দীন জাকীর লেখা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত ‘ঐ চেয়ে দেখ পূর্বাকাশ ফিকে হলো’ গানটি এই টেলিছবিতে ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

অগ্নিফসল আফজাল হোসেন ইয়াশ রোহান চ্যানেল আই টেলিফিল্ম মৌসুমী মৌ সৈয়দ সালাহউদ্দীন জাকী