ভালবাসা দিবসে আসছে ‘ভালো থেকো’
১০ ডিসেম্বর ২০১৭ ১২:১১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ১৮:৩২
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
আগের দুইবার ফাঁকি দিলেও এবার তা পারছেন না শুভ-তানহা জুটি। পরের ভালোবাসা দিবসেই ‘ভালো থেকো’ ছবিতে এক ফ্রেমে দেখা যাবে তাদের। আর এই খবর নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজক জাহিদ হাসান অভি।
সারাবাংলা কে জাহিদ জানান, ‘ছবিটি চলতি মাসে মুক্তি দেয়ার ইচ্ছে থাকলেও সেটি সম্ভব হয়নি। তবে আমরা খুব বেশি দিন সময় নিতে চাই না, তাই আসছে ভালোবাসা দিবসেই ছবিটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
দিন দুই আগে তানহা তাসনিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসেছিলেন জাহিদ হাসান। সেখানেই তিনি ছবি মুক্তির তারিখ ঘোষণা করেন।
এরই মধ্যে ছবিটির প্রচারণার কাজ শুরু হয়েছে। ছবির পরিচালক জাকির হোসেন রাজু জানিয়েছেন, ‘ভালো থেকো’ সিনেমার প্রচারে কিছু ভিন্নতা আনা হয়েছে। অন্য সিনেমার মতো এটির শুরুতেই কোনো টিজার বা ট্রেইলার প্রকাশ হবে না। বরং মুক্তি দেয়া হবে একটি বিয়ের গান। এরপর আসবে ট্রেইলার।
সারাবাংলা/টিএস/পিএম