Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ থেকে ‘সিয়াম আহমেদ’


১ আগস্ট ২০২০ ১৩:২৩

নতুন পরিচয় নিয়ে ভক্তদের সামনে হাজির হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ। সময়ের সাথে তাল মিলিয়ে আজ (শনিবার) থেকে তিনি চালু করছেন নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল- ‘সিয়াম আহমেদ’। একটি স্পেশাল ভিডিও আপলোডের মধ্য দিয়ে চ্যানেলটির যাত্রা শুরু করবেন বলে নিশ্চিত করেছেন তিনি।

নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল প্রসঙ্গে চিত্রনায়ক সিয়াম জানালেন, ‘দিন দিন মানুষের চিন্তা ধারার পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের ভেলায় ভেসে এখন ইন্টারনেটের যুগে। ইন্টারনেট ছাড়া এখন কিছুই কল্পনা করা যায় না। সেসব কিছু চিন্তা করেই নতুন এই পথে হাটা শুরু করতে যাচ্ছি। ঈদের দিন একটি বিশেষ ‘কন্টেন্ট’ প্রকাশের মধ্য দিয়ে আমার চ্যানেলের কার্যক্রম শুরু করবো।’

বিজ্ঞাপন

কি থাকবে এই চ্যানেলে জানতে চাইলে সিয়াম বললেন, ‘শুরুর দিকে থাকবে আমার জীবনের গল্প, আমার ক্যারিয়ারের পেছনের গল্প। এছাড়াও থাকবে অনেক তথ্য যেসব দর্শক আমার কাছে সবসময় জানতে চান। আমরা কিভাবে কাজ করি, কাজ করতে গেলে কি কি ফেইস করতে হয়, কি কি জানতে হয় এরকম সমস্ত তথ্য। একেবারেই ‘র’ সব কথা হবে ফিল্টার ছাড়া। দর্শকরা আমার কাছে যা যা জানতে চান তার সবই থাকবে এখানে। অনেকেই সাজেশন চান, অভিনয় করতে গেলে কি কি করতে হয়! সেসব সাজেশন নিয়েও থাকবে আমার কন্টেন্ট। এছাড়াও ‘বিহাইন্ড দ্য ক্যামেরা’ অর্থাৎ ক্যামেরার সামনে আমরা অনেক সময় অনেক কিছু বলতে পারি না। সেগুলো থাকবে এখানে।’

সিয়াম আরও জানলেন তার চ্যানেল থেকে প্রযোজনা করা হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ওয়েব কন্টেন্ট, নাটক ইত্যাদি। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে বন্ধ হয়ে আছে তার ৭টি সিনেমার শুটিং। ছবি গুলো হচ্ছে- ‘শান’, ‘বিশ্ব সুন্দরী’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘ইত্তেফাক’, ‘অপারেশন সুন্দরবন’ ও ‘স্বপ্নবাজী’।

বিজ্ঞাপন

ইউটিউব চ্যানেল সিয়াম আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর