Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবিতে জয় বাংলা কনসার্ট


৮ মার্চ ২০১৮ ১৬:৫৫ | আপডেট: ৮ মার্চ ২০১৮ ১৭:২৭

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের দিনটিকে স্মরণ করে তিন বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। ঢাকা আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট আয়োজন করে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)- এর সহযোগী প্রতিষ্ঠান ইয়ং বাংলা। দিনটিকে স্মরণ করে এবার নিজেদের এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় গানগুলো করেছে তরুণ প্রজন্মের রক ব্যান্ড আরবোভাইরাস, নেমেসিস, শূন্য, ক্রিপটিকফেইট, লালন, চিরকুট ও আর্টসেল। ছবি তুলেছেন সারাবাংলার স্পেশাল ফটো করেসপন্ডেন্ট আশীষ সেনগুপ্ত


গাইছে আরবোভাইরাস

দুপুরের গরমে খালি গায়ে আরভোভাইরাস সদস্যদের দেখা গেলো চেনা রূপে!

এরপরই শূন্য ব্যান্ডের পরিবেশনা ছিল বেশ মার্জিত

মঞ্চ থেকে দূরের শ্রোতাদের জন্য ছিলো জায়ান্ট স্ক্রীনের ব্যবস্থা

৭ মার্চে দেয়া বঙ্গবন্ধুর ভাষণকে ‘বিশ্ব ঐতিহ্য’ হিসাবে স্বীকৃতি দেয়ার পর ইউনেস্কো প্রধানের বক্তব্যের একটি ক্লিপও দেখানো হয়েছে জায়ান্ট স্ক্রীনে।

নেমেসিসের পরিবেশনায় ছিলো মুগ্ধতার ছোঁয়া

তর্জনীর কনসার্টে ‘তর্জনী’ উঁচিয়ে গান শুনেছে শ্রোতারা

ছায়াবাজি

এবারের কনসার্টে শুরু থেকেই দর্শক সমাগম ছিলো চোখে পড়ার মতো

পর্দায় চেনা মুজিব

মঞ্চে জাতির পিতার অবয়ব

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর