Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৌসুমী মৌ’র ‘তুই বড় স্বার্থপর’


৩০ জুলাই ২০২০ ১০:১৫

তরুণ প্রজন্মের সুকণ্ঠী গায়িকা মৌসুমী মৌ। নিজের প্রথম মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন মেধাবী এ গায়িকা। গানটির শিরোনাম ‘তুই বড় স্বার্থপর’। গানটির কথা লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশী। গানটির সঙ্গীতায়োজন করেছেন এ আর সারোয়ার।

নিজের নতুন গান নিয়ে মৌসুমী মৌ বললেন, ‘এবারের ঈদ একেবারে অন্যরকম। মহামারির কারণে আমরা সবাই রয়েছি আতঙ্কে। তবু এই হতাশা আর অন্ধকার সময়ে মানুষকে কিছুটা আনন্দ দেওয়ার জন্য আমার এই গান। এই গানটি আমার প্রথম মৌলিক গান। আমি আনন্দিত, আমার প্রথম স্বপ্নের এই গানটি জি সিরিজের ব্যানারে রিলিজ হলো। আমি কেবল চেষ্টা করে যাচ্ছি, সবাই পাশে থাকলে আগামীতে আরো ভালো করতে পারবো ইনশাআল্লাহ।’

বিজ্ঞাপন

‘তুই বড় স্বার্থপর’ গানটি গতকাল বুধবার অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে মুক্তি পেয়েছে।

এ আর সারোয়ার তুই বড় স্বার্থপর প্লাবন কোরেশী মৌসুমী মৌ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর