Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজ ও টয়ার ‘ইনফিনিটি’


৩০ জুলাই ২০২০ ০১:০৯

ব্রুথাল গেমিং, ব্রেইন মোডিফিকেশন, সিক্রেট ল্যাব টেস্টিং ইত্যাদি বিষয় নিয়ে তরুণ নির্মাতা মেহেদী হাসিব নির্মাণ করেছেন ‘ইনফিনিটি’। ওয়েব সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মুনতাহিনা টয়া।

মেহেদী হাসিবের গল্পে সিরিজটির পান্ডুলিপি করেছেন ম্যাক্স রহমান এবং ক্যামেরায় ছিলেন রাজু রাজ। পরিচালক জানান, ৭ পর্বের ওয়েব সিরিজটির শুটিং করতে হয়েছে মাত্র ৭ দিনে। এর মধ্যে কয়েকদিন ২০ থেকে ২২ ঘণ্টা একটানা কাজ করতে হয়েছে।

বিজ্ঞাপন

পরিচলাক আরও জানান, ‘ইনফিনিটি’ সিরিজটির একটি বিশেষত্ব হচ্ছে এতে ক্যামেরায় দৃশ্যধারণ করার সময় ব্যবহার করা হয়নি কোন ট্রাইপড। এছাড়া পাঁচটি ভিন্নধর্মী সেট ফেলে ক্রোমায় শুট করা হয়েছে। পুরো সিরিজ জুড়ে রয়েছে অ্যাকশন দৃশ্যের সমাহার। এর ভিএফএক্সের কাজ হয়েছে ডট থ্রী প্রোডাকশন ও স্টুডিও মনস্টারে।

‘ইনফিনিটি’তে রাজ ও টয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, মাসুম বাশার , আমীরুল ইসলাম প্রমুখ।

মোশনরক এন্টারটেইনমেন্টের সার্বিক তত্ত্বাবধানে ‘ইনফিনিটি’ নির্মিত হয়েছে। সিরিজটির প্রতি পর্বের দৈর্ঘ্য ২০ মিনিট। খুব শিগগিরই ইউটিউবে দেখা যাবে ‘ইনফিনিটি’।

ইনফিনিটি টয়া শরিফুল রাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর