Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজু চাকলাদারের ‘চাঁদোয়া মন’


২৯ জুলাই ২০২০ ১৪:৩৪

ঈদ উপলক্ষ্যে প্রকাশ পেলো সংগীতশিল্পী রাজু চাকলাদারের অ্যানিমেটেড মিউজিক ভিডিও ‘চাঁদোয়া মন’। এটি শিল্পীর ‘জলের আগুন’ অ্যালবামের দ্বিতীয় গান। গানটির কথা ও সুর শিল্পীর নিজের।

‘চাঁদোয়া মন’র প্রথম কয়েক কলি এরকম—এ বুকে চাঁদের নদী গভীর/হৃদয়ের ভাঁজে ভাঁজে/ সাজানো নিকোটিন/পাঁজরের সিঁড়ি বেয়ে নেমে যায় বুকে/মোহনায় এক এক ডুব, ওঠে আবার ডুব/গলে যায় চাঁদের শরীর।

গানটি প্রসঙ্গে রাজু চাকলাদার বলেন, ‌‘সংগীত আহত মনের ঔষধস্বরূপ। নিগূঢ়তায়, সংগীত মনের ভাঁজে ভাঁজে রঙ ছড়িয়ে যায়। আমার এ গানেও তার ব্যতিক্রম হবে না।’

‘চাঁদোয়া মন’র সংগীত পরিচালনা করেছেন রোকন ইমন। ভিডিও নির্মাণ করেছেন তোফায়েল আহমেদ খান। ‘ভেল্কি প্রোডাকশন্স’ র ব্যানারে নির্মিত গানটি শিল্পীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল রাজু চাকলাদার থেকে প্রকাশ পেয়েছে।

চাঁদোয়া মন রাজু চাকলাদার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর