Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন হিন্দি ছবির স্বর্ণযুগের অভিনেত্রী ‘কুমকুম’


২৯ জুলাই ২০২০ ১২:৩০

মারা গেলেন হিন্দি ছবির স্বর্ণযুগের অভিনেত্রী কুমকুম। ‘কভি আর কভি পার’, ‘ইয়ে হ্যায় বম্বে মেরি জান’ ‘মধুবন মে রাধিকা নাচে রে’সহ অসংখ্য গানের জনপ্রিয় এই নায়িকা মঙ্গলবার (২৮ জুলাই) ৮৬ বছর বয়সে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই মৃত্যুবরণ করেন।

পরিচালক গুরু দত্তের হাত ধরে হিন্দি সিনেমায় যাত্রা শুরু হয় অভিনেত্রী কুমকুমের। ‘প্যায়াসা’, ‘মাদার ইন্ডিয়া’, ‘নয়া দওর’সহ প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেতা জনি ওয়াকার, কিশোর কুমার এবং দিলীপ কুমারের সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছেন তিনি। বেশ কিছু ভোজপুরী সিনেমাতেও দেখা গিয়েছিল বর্ষীয়ান এই অভিনেত্রীকে। অভিনয়ের পাশাপাশি নৃত্যশৈলীর জন্যও কুমকুম বিখ্যাত ছিলেন সিনেজগতে। বিশেষ করে গুরু দত্তের ‘কভি অর কভি পার’ সিনেমায় তার অভিনয় এবং সেই গানের দৃশ্য আজও দর্শকমনে গেঁথে রয়েছে।

বিজ্ঞাপন

কুমকুম গুরু দত্ত হিন্দি সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর