Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিইউতে বলিউড অভিনেতা, নেই চিকিৎসার টাকা


২৮ জুলাই ২০২০ ২১:০৮ | আপডেট: ২৯ জুলাই ২০২০ ১২:৩৪

বলিউডে বেশ পরিচিত মুখ অনুপম শ্যাম। দেখা গেছে একের অধিক টেলিভিশন সিরিয়ালেও। বর্তমানে অসুস্থ হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ৬২ বছরের এই অভিনেতা। কিন্তু তার চিকিৎসা চালানোর ক্ষমতা নাই পরিবারের। ফলে বাধ্য হয়ে বলিউড সংশ্লিষ্টদের কাছে সাহায্য চাইছেন তারা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অনুপম শ্যামের ডায়ালাইসিস চলছিল। একটি ডায়ালাইসিসের পরে অজ্ঞান হয়ে যান। তখন মুম্বইয়ের লাইফ লাইন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। কিন্তু আর্থিক সক্ষমতার অভাবে বন্ধ রয়েছে চিকিৎসা। এমন অবস্থায় সালমান খানের স্বেচ্ছাসেবী সংস্থা বিয়িং হিউম্যানের আর্থিক সাহায্যের আবেদন করেছে অনুপমের পরিবার।

বিজ্ঞাপন

অনুপম শ্যাম ভিলেনের রোলই বেশি করেছেন। মন কি আওয়াজ প্রতিজ্ঞা, কিঁউ কি জিনা ইসি কা নাম হ্যায়, অমরাবতী কি কথায়ে সহ একাধিক জনপ্রিয় হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন। এছাড়াও বলিউডে দস্তক, দুশমন, কাচ্চে ধাগে, পাপ, গোলমাল, হাল্লা বোল, ওয়ান্টেড, ব্যান্ডিট কুইন, লগান, দিল সে, নায়ক এবং অস্কারপ্রাপ্ত স্লামডগ মিলিওনেয়ার সিনেমায় দেখা গেছে তাকে।

অনুপম শ্যাম বলিউড সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর