Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকালে দ্বিতীয় ছবিতে বাপ্পী


২৪ জুলাই ২০২০ ১৫:৫২

‘আ জার্নি উইথ ইউ’ নামে একটি ছবি নির্মাণ করছেন সৈকত নাসির। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করছেন বাপ্পী। এ করোনাকালে কেউ তেমন একটা শুটিং না করলেও এ সময়ে এটি তার দ্বিতীয় ছবি। এর আগে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের ‘কোভিড নাইনটিন ইন বাংলাদেশ’ নামক একটি ছবিতেও অভিনয় করেন বাপ্পী।

ইতোমধ্যে ছবিটির একদিন শুটিং হয়েছে। এফডিসির নয় নম্বর ফ্লোরে গত ২০ জুলাই বিকাল থেকে ভোর পর্যন্ত শুট হয়েছে।

বাপ্পী সারাবাংলাকে বলেন, ‘আমরা পরীক্ষামূলক শুটিং করেছি। মূলত ছবিতে আমার লুক সেটআপের জন্য এ শুটিং। ঈদের আগে আরও দুদিন কাজ করবো।’

এ ছবিতে বাপ্পীর বিপরীতে কোন নায়িকা এখনও ঠিক হয়নি। বাপ্পী বলেন, ‘এ ব্যাপারে পরিচালক সৈকত ভাই ভালো বলতে পারবেন।’

‘আ জার্নি উইথ ইউ’র মূল শুটিং শুরু হবে আগামী মাসে।  ছবিটি আগামী অক্টোবর নভেম্বর নাগাদ সিনেমা হলে মুক্তি পাবে।

আ জার্নি উইথ ইউ বাপ্পী চৌধুরী সৈকত নাসির

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর