Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক দশকে ফারুকী-তিশার সংসার


১৬ জুলাই ২০২০ ১৩:১৯

মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা— একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক, আরেকজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী। ব্যক্তিজীবনে দুজন স্বামী-স্ত্রী। জনপ্রিয় এ দম্পতির বৃহস্পতিবার (১৬ জুলাই) তাদের সংসার জীবনের ১০ বছর পূর্ণ হলো।

২০১০ সালের ১৬ জুলাই ফারুকী-তিশা বিয়ে করেন। বিবাহ বার্ষিকীর প্রথম দশকের আনন্দ দুজনেই ভক্ত, অনুরাগীদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নেন। নানাজনের শুভ কামনায় সিক্ত হন তারা।

বিজ্ঞাপন

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘পারাপার’ টেলিফিল্মে অভিনয়ের সূত্রে তিশার সঙ্গে পরিচয়। এরপর ‘সিক্সটি নাইন’ নাটক থেকে তাদের বন্ধুত্ব, প্রেম। সে প্রেম থেকে বিয়ে, সংসার।

ফারুকী তার ভেরিফাইড আইডিতে বিয়ের দিনের কিছু ছবি শেয়ার করে। ‘দশ বছরে অনেককিছু বদলে গেছে। আমার দাড়ি ধুসর হয়েছে, লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে, করোনাভাইরাস এসেছে। অনেককিছু বদলেছে। কিন্ত আমাদের ভালোবাসাটা আগের মতোই রয়েছে’— ক্যাপশনে লেখেন ফারুকী।

অন্যদিকে তিশাও কিছু ছবি শেয়ার করে লেখেন, ‘দেখতে দেখতে বিয়ের দশটা বছর পেরিয়ে গেলো! আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।’

নুসরাত ইমরোজ তিশা মোস্তফা সরয়ার ফারুকী সংসার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর