Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হঠাৎ বিয়ে’ করলেন মিম-তাহসান


১৫ জুলাই ২০২০ ১৪:০৩

‘হঠাৎ বিয়ে’ করলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও গায়ক অভিনেতা তাহসান খান। তবে বাস্তবে নয়, নাটকে। ওসমান মিরাজ পরিচালিত এ নাটকের নাম ‘হঠাৎ বিয়ে’। আগামী ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে এই নাটকটি।

বিনোদন জগতের এই সময়কার বেশ জনপ্রিয় জুটি তাহসান খান ও বিদ্যা সিনহা মিম একসঙ্গে বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্র ও নাটকে কাজ করেছেন। করোনাকালিন সময়ে তাদের দুজনের শর্টফিল্ম ‘কানেকশান’ ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার আবার জুটি বেঁধে কাজ করলেন ঈদের এই নাটকে।

বিজ্ঞাপন

‘হঠাৎ বিয়ে’ প্রসঙ্গে জানতে চাইলে সারাবাংলা’কে বিদ্যা সিনহা মিম জানালেন, ‘এই কাজটা আমরা গত বছরেই শেষ করেছিলাম। নির্মাতারা চেয়েছিলেন এটাকে ওয়েব ফিল্ম হিসেবেই বানাবেন। বিভিন্ন কারনে সেটা হয়ে ওঠেনি। এখন ঈদের নাটক হিসেবেই প্রচারিত হচ্ছে।’

এই নাটকে অভিনয় করা প্রসঙ্গে মিম বললেন, ‘এ নাটকের নির্দেশক ওসমান মিরাজ’র সঙ্গে আগেও কাজ করেছি। বেশ ভালো কাজ করেন। তাই এ কাজটাও করলাম। তাছাড়া তাহসান ভাইয়ের সঙ্গে কাজ করতে ভালোই লাগে। এ নাটকেও আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করার। সবকিছু মিলিয়ে বেশ ভালো একটা প্রডাকশান হয়েছে। আমার বিশ্বাস নাটকটা দেকজে দর্শকরা আনন্দ পাবেন, তাদের ভালো লাগবে।’

‘হঠাৎ বিয়ে’ নাটকটি প্রচারিত হবে আসন্ন কোরবানি ঈদে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে।

ঈদ নাটক ওসমান মিরাজ তাহসান খান বাংলাভিশন বিদ্যা সিনহা মিম হঠাৎ বিয়ে

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর