আবারও ইফতেখার চৌধুরী ও মাহি, সঙ্গে ডিএ তায়েব
১৪ জুলাই ২০২০ ১৫:১৪ | আপডেট: ১৪ জুলাই ২০২০ ১৫:২৮
‘অগ্নি’র প্রথম ও দ্বিতীয় পর্ব দিয়ে মাহিয়া মাহিকে দর্শকরা অন্যভাবে চিনেছে। ছবি দুটিতে তার অ্যাকশনে মুগ্ধ দর্শক-ভক্তরা তাকে ‘অগ্নিকন্যা’ উপাধি দিয়েছেন। আর এর পিছনের কারিগর পরিচালক ইফতেখার চৌধুরী। ২০১৫ সালের পর দুজনের একসঙ্গে আর কোন ছবিতে কাজ করা হয়নি। পাঁচ বছর পর এ পরিচালক-নায়িকা জুটি ‘অফিসার’ করবেন।
সোমবার (১৩ জুলাই) রাতে ইফতেখার চৌধুরী ও মাহিয়া মাহি এ ছবিতে কাজ করছেন বলে জানিয়েছেন সারাবাংলাকে। তবে মৌখিকভাবে সবকিছু চূড়ান্ত হলেও তারা আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি।
ইফতেখার চৌধুরী জানান, ‘অফিসার’-এ দুজন নায়ক থাকবে। একজন ডিএ তায়েব। অন্যজন নতুন কেউ থাকবেন। তায়েব একজন দেশপ্রেমিক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে মাহিকে একজন পরিবেশ আন্দোলনকর্মীর ভূমিকায় দেখা যাবে।
‘আমাদের ছবির গল্পের থিম রেডি হয়েছে। এখন ডেভেলপমেন্ট করা হবে। চরিত্রগুলোর বিভিন্ন দিক ঠিক করা হবে এরপর। যেমন তার বয়স কত, কোথায় জন্ম হয়েছিলো। সে হাঁটে কীভাবে, কথা বলার স্টাইল কী হবে—এগুলো ঠিক করবো। তারপর সিনেমাটোগ্রাফারকে সঙ্গে নিয়ে লোকেশন রেকি করবো। সকল প্রি-প্রোডাকশন শেষ করে, তারপর বলতে পারবো কবে থেকে শুটিং শুরু করতে পারবো’—শুটিং শুরুর পরিকল্পনা সম্পর্কে ইফতেখার।
মাহিয়া মাহির সঙ্গে তৃতীয় কাজ, আলাদা কোনো প্রত্যাশা আছে কি?
ইফতেখার বলেন, ‘মাহি আগের তুলনায় অনেক বেশি ম্যাচিউর হয়েছে। ও কালকে (সোমবার) দেখলাম শুধু নিজের চরিত্র না ছবিতে অন্যদের চরিত্র কেমন হবে, তার চরিত্রের কয়টা দৃশ্য আছে জিজ্ঞেস না করে গুরুত্ব কতটুকু এসব ব্যাপারে জিজ্ঞেস করছে। ব্যাপারগুলো খুবই ভালো লেগেছে। আর আমাদের আগের দুটা ছবির মতো এটিও দর্শকরা ভালোভাবে নিবে সে আশা তো আছেই।’
‘অফিসার’ নিয়ে মাহি বলেন, ইফতেখার ভাইয়ার কারণে সবাই আমাকে ‘অগ্নিকন্যা’ ডাকে। তার সাথে এ ছবিটাও অবশ্যই ভালো ও স্মার্ট কিছু হবে। গল্পটাও অসাধারণ। সবাই পছন্দ করবে, এতে কোন সন্দেহ নেই।
ছবিটি নির্মিত হচ্ছে এসজি প্রোডাকশনের ব্যানারে। একই প্রোডাকশন থেকে মাহির আরও দুটি ছবি করার কথা শোনা যাচ্ছে। এ নিয়ে মাহি বলেন, আমার সাথে এখন পর্যন্ত ‘অফিসার’ নিয়ে কথা চূড়ান্ত হয়েছে। বাকিগুলো নিয়ে কথা হয়নি।
উল্লেখ্য ডিএ তায়েবের সঙ্গে মাহি ‘অন্ধকার জগত’ নামে বদিউল আলম খোকনের পরিচালনায় একটি ছবি করেছিলেন। ছবিটি গত বছর মুক্তি পেয়েছিলো।