নিখোঁজের পাঁচদিন পর পাওয়া গেল অভিনেত্রী নায়া রিভেরা’র মৃতদেহ!
১৪ জুলাই ২০২০ ১২:২৯ | আপডেট: ১৪ জুলাই ২০২০ ১৮:০৫
নিখোঁজের পাঁচ দিন পর ক্যালিফর্নিয়ার লেক পিরু’তে পাওয়া গেল হলিউড অভিনেত্রী নায়া রিভেরার মৃতদেহ। ভেন্তুরা কাউন্টির থেকে পাওয়া খবর অনুযায়ী ৩৩ বছরের অভিনেত্রীর দেহ খুঁজে পাওয়া যায় লেক পিরুর উত্তরপূর্ব কোণে। এই মৃত্যুর পিছনে তারা সন্দেহজনক কোনকিছু পাননি।
বুধবার তার চার বছরের ছোট ছেলে জোসে-কে নিয়ে ক্যালিফোর্নিয়ার ভেনচুরা কান্ট্রির লস প্যাডরেস জাতীয় উদ্যানের লেক পিরুতে বোটিং ও সুইমিং করতে গিয়েছিলেন হলিউড অভিনেত্রী নায়া রিভেরা। সেখান থেকেই আচমকা উধাও হয়ে যান অভিনেত্রী। জানা গেছে, বোটে ছেলেকে বসিয়ে সাঁতার কাটতে পানিতে নেমেছিলেন তিনি। কিন্তু সেখান থেকেই তার কিছু হয়ে গিয়েছে কিনা তা এখনও নিশ্চিত ভাবে জানাতে পারেনি পুলিশ। হেলিকপ্টার ও ড্রোনের সাহায্যে তার দেহ খুঁজে বের করার চেষ্টা চালানো হয়েছে গত পাঁচদিন ধরে। তবে পুলিশের অনুমান- লেকের পানিতে ডুবে যাওয়ার আগে হয়তো কোনও চোট পেয়েছিলেন তিনি। ফলে পানিতে পড়ে গিয়ে নিজেকে আর সামলাতে পারেননি। সম্ভবত পানিতে ডুবেই মৃত্যু হয়েছে তার।
নিখোঁজ হওয়ার আগে গত ৮ জুলাই বাচ্চাকে চুমু খাওয়ার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নায়া রিভেরা লিখেছিলেন, ‘শুধুই আমরা দুজন’। আর এটিই ছিল ইনস্টাগ্রামে তার দেয়া শেষ এই পোস্ট।
২০১৪ সালে ‘অ্যাট দ্য ডেভিলস ডোর’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে হলিউডে অভিষেক হয়েছিল নায়া রিভেরার। তবে ‘গ্লি’ ছবিতে অভিনয়ের জন্যই সবচেয়ে বেশি দর্শকমহলে সমাদৃত হয়েছিলেন তিনি। এরপর ২০১৫ ও ১৬ সালে ‘ডিভিয়াস মেইডস’ টেলিভিশন সিরিজে কাজ করেছেন তিনি। আমেরিকাতেই জন্ম নায়ার। অভিনয়ের পাশাপাশি, মডেলিং, গান ও লেখালেখিও করেন তিনি।