Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ফিরলেন সন্তানেরা, বুধবার সমাহিত হবেন এন্ড্রু কিশোর


১৩ জুলাই ২০২০ ১১:৩৭

থেমে গেছে বাংলা গানের এক বিরাট অধ্যায়। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেছেন বাংলা চলচ্চিত্রের অসংখ্য কালজয়ী গানের রূপকার এন্ড্রু কিশোর। দীর্ঘ ১০ মাস মরণব্যধি ক্যানসারের ‘লাস্ট স্টেজে’র সঙ্গে লড়াই করে ৬ জুলাই (সোমবার) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

এন্ড্রু কিশোর মৃত্যুর আগে বলে গিয়েছিলেন মায়ের কবরের পাশেই যেন তাকে কবর দেয়া হয়। তার সেই ইচ্ছানুযায়ী প্রস্তুতি নেয়া হয়েছে মায়ের পাশেই তাকে সমাহিত করার। সেই সাথে তার আরেকটি ইচ্ছে ছিল যে, মৃত্যুর পরে ছেলেমেয়েদের শেষ দেখার জন্য যেন তার মরদেহ রেখে দেয়া হয়। মৃত্যুর সময় তার দুই সন্তান ছিলেন অস্ট্রেলিয়ায়। এদিকে করোনা পরিস্থিতি কারণে তার দুই সন্তান সপ্তক ও সংজ্ঞার অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরতে সময় লাগছিল। তাই শিল্পীর ইচ্ছাপূরণ করার জন্য পরিবারের সদস্যরা দুই ছেলেমেয়েরই দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করছেন। এবং আগামী ১৫ জুলাই (বুধবার) মায়ের কবরের পাশেই তাকে সমাহিত করার পারিবারিক ভাবে সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞাপন

এদিকে বাবার মৃত্যুর খবর পেয়ে গত বৃহস্পতিবার সিডনি থেকে ঢাকায় এসে পৌঁছান এন্ড্রু কিশোরের ছেলে সপ্তক। আজ ফিরছেন মেয়ে মিনিম এন্ড্রু সজ্ঞা। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের ভগ্নিপতি চিকিৎসক প্যাট্রিক বিপুল বিশ্বাস।

গণমাধ্যমে প্যাট্রিক বিপুল বিশ্বাস জানিয়েছেন, ১৫ জুলাই দুপুরের পর এন্ড্রু কিশোরকে রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে সমাহিত করা হবে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সেদিন সকালে প্রথমেই রাজশাহী শহরের স্থানীয় চার্চে নেওয়া হবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে। বেলা ১১টা থেকে ঘণ্টাখানেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে রাখা হবে মরদেহ। সেখানে মা–বাবার কবরের পাশেই চিরদিনের মতো ঘুমাবেন এন্ড্রু কিশোর।

বিজ্ঞাপন

এন্ড্রু কিশোর এন্ড্রু কিশোরের মৃত্যু

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর