Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের পর শুরু হবে ‘ত্রিভুজ’


১২ জুলাই ২০২০ ১৩:১৫

এ সময়ের তিন প্রতিভাবান পরিচালক— দীপংকর দীপন, সৈকত নাসির ও অনন্য মামুন মিলে বানাবেন ‘ত্রিভুজ’। ছবিটি নিয়ে গত ৩০ মে  আনুষ্ঠানিক ঘোষণা আসে। কথা ছিলো গত মাসে শুটিং শুরু হবে। কিন্তু ঘোষণার প্রায় দেড় মাস পরেও শুরু হয়নি। সারাবাংলাকে পরিচালকত্রয় জানিয়েছেন, তারা ছবির শুটিং পিছিয়ে দিয়েছেন। আগামী মাসে শুরু হতে পারে শুটিং।

শুটিং পেছানো নিয়ে সৈকত নাসির বলেন, ‘শুটিং পেছানো হচ্ছে এটা বলতে পারি। খুব সম্ভবত আগামী সেপ্টেম্বরে শুরু হবে।  আবার ঈদের পরেও হতে পারে। বেশ কিছু কারণে পেছাতে হলো।’

বিজ্ঞাপন

অন্যদিকে আরেক পরিচালক দীপংকর দীপন জানালেন, করোনার কারণে শুটিং পেছাতে হচ্ছে। তিনি বলেন, ‘বেশ কয়েকজন প্রমিনেন্ট শিল্পী আমাদের ছবিতে অভিনয় করার কথা। কিন্তু যেহেতু আমাদের শুটিংয়ের পুরোটা হবে ঢাকায়, তাই তাদের কেউই এ মুহুর্তে শুটিংয়ে রাজি হচ্ছে না। তারা বলছে, বাসায় আমাদের বৃদ্ধ বাবা-মা রয়েছে। এখন কীভাবে নিশ্চিত হবো আমি করোনা নিয়ে বাসায় যাবো না? তাদের আক্রান্ত করবো না।’

‘ওই শিল্পীরা বলছেন এমন যদি হতো আমরা একটা জায়গায় টানা কয়েকদিন থেকে শুটিংটা শেষে করে তবেই একেবারে বাসায় ফিরছি, তাহলে হয়তো ফিরেই কোয়ারেনটাইনে যেতাম। তখন শুটিং করা নিয়ে সমস্যা ছিলো না। তাছাড়া আমাদের ছবিতে দুজন বয়স্ক শিল্পী লাগবে। করোনার কারণে তাদেরকে নিয়ে কাজ করাটা বেশ ঝুঁকির।’

দীপন আরও বলেন, ‘আমাদের ছবির গল্প অনুযায়ী খুব বেশি আয়োজনের দরকার ছিলো না। যাই হোক আমরা এখন ঈদের পরে শুটিং করার পরিকল্পনা করছি।’

সৈকত নাসির ও দীপংকর দীপনের মতো শুটিং পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন অনন্য মামুনও।

বিজ্ঞাপন

‘ত্রিভুজ’র গল্প ভাবনা অনন্য মামুনের। চিত্রনাট্যে রয়েছেন অনন্য মামুন, ইশতিয়াক আহমেদ ও পাপ্পু রাজ। ছবিটি প্রযোজনা করছে সেলেব্রিটি প্রোডাকশন।

অনন্য মামুন ত্রিভুজ দীপংকর দীপন সৈকত নাসির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর