Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় সিল করে দেয়া হল রেখা’র বাংলো


১২ জুলাই ২০২০ ১১:৫৭

করোনা আতঙ্কে এবার সিল করে দেয়া হল বলিউড অভিনেত্রী রেখা’র বাংলো। তার স্প্রিং সি বাংলোতে একজন নিরাপত্তা রক্ষী করোনা আক্রান্ত হওয়ায় সিল করে দিল বৃহন্মুবই মিউনিসিপ্যাল কর্পোরেশন। তবে অভিনেত্রী রেখা নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, বান্দ্রার ব্যান্ডস্ট্যান্ডের কাছে রেখার বাংলোটিকে কনটেনমেন্ট জোনের আওতায় রাখা হয়েছে। বাংলোর বাইরে কনটেনমেন্ট জোনের নোটিশ টানানো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের মেগাস্টার অমিভাভ বচ্চন। শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে অমিতাভ নিজেই এখবর জানিয়েছেন। অমিতাভের পর করোনা আক্রান্ত হয়েছেন তার ছেলে অভিষেক বচ্চনও। তারও রিপোর্টও পজিটিভ এসেছে। তিনিও হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বচ্চন পরিবারের অন্যান্য সদস্যদের কথা এখনও জানা যায়নি।

অভিষেক বচ্চন অমিতাভ বচ্চন বলিউড রেখা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর