Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারা গেলেন ‘শোলে’র ‘সুরমা ভূপালি’ অভিনেতা জগদীপ


৯ জুলাই ২০২০ ০১:১৫ | আপডেট: ৯ জুলাই ২০২০ ০১:৪৯

মারা গেলেন বলিউডের খ্যাতনামা বর্ষীয়ান অভিনেতা জগদীপ। বলিউডের বহুল আলোচিত ছবি ‘শোলে’র ‘সুরমা ভূপালি’ হিসেবে সর্বাধিক পরিচিত তিনি। অভিনেতা জাভেদ জাফরি এবং টেলিভিশনের খ্যাতনামা প্রযোজক নাভেদ জাফরি’র পিতা কমেডিয়ান ‘জগদীপ’র আসল নাম ‘সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি’। তবে বলিউড সিনেমা জগতে তিনি জগদীপ নামেই কাজ করেছেন।

ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) রাত ৮টা নাগাদ বান্দ্রায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জগদীপ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুর কারণ সম্পর্কে তার পরিবারের পক্ষ থেকে এখনো কোন কিছুই জানান হয়নি। তবে জগদীপের পরিবারের ঘনিষ্ঠ প্রযোজক মেহমুদ আলি গণমাধ্যমের কাছে জানিয়েছেন, জগদীপ বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন।

বিজ্ঞাপন

অভিনেতা জগদীপ মাত্র নয় বছর বয়সে অভিনয় শুরু করেন। তার অভিনয় প্রসঙ্গে সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সিনেমায় নেমেছিলাম, কারণ আমার পয়সার প্রয়োজন ছিল। কখনো কোন লিড রোলে অভিনয় করবো, এমন কোন আকাঙ্ক্ষাই আমার ছিল না’। অভিনেতা হিসেবে জগদীপ ‘শোলে’ ছাড়াও ‘অব দিল্লি দূর নেহি’, ‘আর পার’, ‘হাম পাঞ্ছি এক ডাল কে’, ‘দো বিঘা জমিন’, ‘আন্দাজ আপনা আপনা’র মতো প্রায় চারশ বলিউড ছবিতে অভিনয় করেছেন। ভারতের প্রধান মন্ত্রী জওহরলাল নেহেরুও তার অভিনয়ের ভক্ত ছিলেন। ২০১২ সালে ‘গলি গলি শোর হ্যায়’ ছবিতে তিনি শেষবারের মতো অভিনয় করেন। প্রবীণ এই বলিউড অভিনেতার মৃত্যুতে শোক জানিয়েছেন বলিউড তারকারাও।

একের পর এক মৃত্যু শোকস্তব্ধ করে দিচ্ছে বলিউড বিনোদন ইন্ডাস্ট্রিকে। ২০২০ সালের ২৯ এপ্রিল মৃত্যু হয় বলিউড অভিনেতা ইরফান খান’র। এরপর একে একে চলে গেলেন অভিনেতা ঋষি কাপুর, সংগীত পরিচালক ওয়াজিদ খান, পরিচালক বাসু চ্যাটার্জী, অভিনেতা সুশান্ত সিং রাজপুত, নৃত্য পরিচালক সরোজ খান— মৃত্যু যেন বলিউডের পিছু ছাড়তে চাইছে না। এবার তাদেরই পথ মাড়ালেন বলিউডের এক সময়কার খ্যাতিমান অভিনেতা জগদীপ ওরফে সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি।

বিজ্ঞাপন

অভিনেতা জগদীপ জাভেদ জাফরি নাভেদ জাফরি বলিউড শোলে সুরমা ভূপালি সৈয়দ ইশতেফাক আহমেদ জাফরি